ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পাবনায় ব্যবসায়ীর স্ত্রীকে হত্যা ॥ ফাঁসির দাবিতে বিক্ষোভ

প্রকাশিত: ০৪:৪৯, ২৭ জুলাই ২০১৭

পাবনায় ব্যবসায়ীর স্ত্রীকে হত্যা ॥ ফাঁসির দাবিতে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ২৬ জুলাই ॥ স্ত্রীকে নৃশংসভাবে পিটিয়ে ও শ^াসরোধে হত্যা করেছে এক ধনাঢ্য ব্যবসায়ী। বুধবার বেলা ১২ টায় শহরের শান্তিনগরের (রূপকথার গলি) বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী তৌহিদুল ইসলাম রঞ্জনসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। হত্যাকারীদের ফাঁসির দাবিতে শহরে বিক্ষোভ করেছে এলাকাবাসী। নিহত গৃহবধূর স্বজনরা জানান, তিন বছর আগে পাবনা শহরের তুষ্ট কমপ্লেক্সের মালিক তৌহিদুল ইসলাম রঞ্জনের সঙ্গে জেলার ঈশ^রদী উপজেলার মিরকামারী গ্রামের আব্দুল কুদ্দুস মোল্লার মেয়ে তানিয়া সুলতানার (২২) বিয়ে হয়। নিহত গৃহবধূর ২বছর বয়সী একটি শিশুসন্তানও রয়েছে। সম্প্রতি স্বামী রঞ্জনের পূর্বের একটি বিয়ের কথা প্রকাশ হলে তাদের মনোমালিন্য সৃষ্টি হয়। এরই জের ধরে মঙ্গলবার রাতে স্বামী-স্ত্রীর কথা কাটাকাটির এক পর্যায়ে রঞ্জন ও পরিবারের লোকজন তানিয়াকে পিটিয়ে ও শ^াসরোধে হত্যা করে। পরে নিহতের মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলিয়ে আত্মহত্যা করে বলে চালিয়ে দেবার চেষ্টা করে। নিহত গৃহবধূর ভাই তুফান হোসেন জানান, সকালে আমার ছোটবোন তানিয়া গুরুতর অসুস্থ বলে তার স্বামী তাদের বাড়িতে খবর পাঠায়। আমরা এসে দেখি তার শয়ন ঘরের মেঝেতে লাশ পড়ে আছে। এ সময় রঞ্জনের পরিবারের লোকজন তানিয়া আত্মহত্যা করেছে বলে দাবি করে। কিন্তু তার শরীরে আঘাতের চিহ্ন দেখে আমাদের সন্দেহ হয়। পরে প্রতিবেশীরাও জানায় রাতভর তানিয়াকে নির্যাতন করে হত্যা করা হয়েছে।
×