ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইকুয়েডরে ৬ মাত্রার ভূমিকম্প

প্রকাশিত: ০৩:৪৩, ২ জুলাই ২০১৭

ইকুয়েডরে ৬ মাত্রার ভূমিকম্প

ইকুয়েডরের মধ্যাঞ্চল বরাবর উপকূলে ৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস। শুক্রবারের এ ভূমিকম্পে পাঁচজন সামান্য আঘাত পেয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ খুবই অল্প বলে জানিয়েছে দেশটির সরকার। খবর গ্লোবাল নিউজের। ইকুয়েডরের সরকারী ইসিইউ ৯১১ নিরাপত্তা বিভাগ জানিয়েছে, বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি এবং সুনামির সম্ভাবনাও বাতিল করা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, বৃদ্ধ এক ব্যক্তিসহ আহত পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভূমিকম্পের পরও ইকুয়েডরের রাষ্ট্রীয় খনিজ তেল কোম্পানি পেট্রোইকুয়েডরের কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে বলে জানিয়েছে কোম্পানিটি। রাজকীয় মোহর ফেরত ১৯৫০ থেকে ১৯৫৩ সাল পর্যন্ত কোরীয় যুদ্ধ চলাকালীন লুট হওয়া দুটি প্রাচীন রাজকীয় মোহর দক্ষিণ কোরিয়াকে ফেরত দিল যুক্তরাষ্ট্র। শুক্রবার ওয়াশিংটনে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইনের হাতে মোহর দুটি তুলে দেয়া হয়। মোহরটির একটি ১৫৪৭ সালে চসুন রাজবংশের একাদশ রাজা জাংজংয়ের তৃতীয় স্ত্রী রানী মানজেয়ংয়ের সম্মানে তৈরি করা হয়। অপরটি ১৫৫১ সালে রাজা হাইজংয়ের অভিষেক অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে তৈরি করা হয়। -এএফপি এ্যাম্বুলেন্স ঘিরে ভারতের গুজরাটে বনের ভেতর একটি এ্যাম্বুলেন্সে বাচ্চা জন্ম দিয়ে রাতারাতি তারকায় পরিণত হয়েছেন ৩২ বছরের এক নারী। সে সময় ওই এ্যাম্বুলেন্সটির চারপাশ ঘিরে ছিল একদল সিংহ। প্রসব বেদনা ওঠার পর ওই নারীকে হাসপাতালে নেয়ার পথে এ্যাম্বুলেন্সটিকে বনের ভেতর থামানো হয় এবং সেখানেই বাচ্চাটির জন্ম হয়। এ সময় ১২টি সিংহ এ্যাম্বুলেন্সটি ঘিরে রাখে এবং সেখানে কিছুক্ষণ অবস্থান করে চলে যায়। -এনডিটিভি
×