ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মন্ত্রীকে বাঁদর বলায় ছয় মাস নিষিদ্ধ মালিঙ্গা

প্রকাশিত: ০৪:১৮, ২৯ জুন ২০১৭

মন্ত্রীকে বাঁদর বলায় ছয় মাস নিষিদ্ধ মালিঙ্গা

স্পোর্টস রিপোর্টার ॥ নিয়ম-ভঙ্গের দায়ে লাসিথ মালিঙ্গাকে ৬ মাসের স্থগিত নিষেধাজ্ঞা দিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। তদন্ত শেষে লঙ্কান শীর্ষ পেসার লাসিথ মালিঙ্গাকে এমন শাস্তি দেয় বোর্ডের ডিসিপ্লিনারি কমিটি। তবে জিম্বাবুইয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলতে পারবেন সীমিত ওভারের ক্রিকেটে শ্রীলঙ্কার সফল পেসার মালিঙ্গা। এর আগে সিরিজের জন্য ১৩ জনের দলে সুযোগ দেয়া হয় তাকে। গত মঙ্গলবার ডিসিপ্লিনারি কমিটির সামনে শুনানিতে নিজের দোষ স্বীকার করেন মালিঙ্গা। আগামী এক বছরের মধ্যে একই ধরনের কা- করলে ৬ মাসের নিষেধাজ্ঞা পোহাতে হবে তাকে। দু’দিন আগে ক্রিকেট দলের বাজে ফিল্ডিংয়ের কারণ হিসেবে খেলোয়াড়দের ফিটনেসের অভাবকে দায়ী করেন শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রী দয়াসিরি জয়াসেকারা। পরে মন্ত্রীর সমালোচনা করে লাসিথ মালিঙ্গা বলেন, গদিতে বসে সমালোচনা করা সহজ। ক্রিকেট খেলার অভিজ্ঞতা নেই এমন লোকের সমালোচনা কানে তোলার মানে নেই। সম্প্রতি শেষ হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টম আসরের গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় শ্রীলঙ্কা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাজে পারফর্মেন্সের কারণে জাতীয় দলের খেলোয়াড়দের সমালোচনা করেন দেশটির ক্রীড়ামন্ত্রী জয়াসেকারা। তিনি বলেছিলেন, ‘জাতীয় দলের খেলোয়াড়দের ভুড়ি বড় এবং মোটা হয়ে গেছে। যেসব খেলোয়াড় আইপিএলে খেলে তারা পুরোপুরিভাবেই আনফিট।’ ক্রীড়ামন্ত্রীর এমন বক্তব্যে রাগে-ক্ষোভে ফেটে পড়েন মালিঙ্গা। যে কারণেই ক্রীড়ামন্ত্রীকে উদ্দেশে করে মালিঙ্গা বলেন, ‘এ যেন টিয়াপাখির বাসায় ঢুকে পড়েছে এক বাঁদর। শুধু তাই নয়, সেই বাসাটার সমালোচনাও করছে সে।’ মালিঙ্গার এমন বক্তব্যে তার বিরুদ্ধে শৃঙ্খলাজনিত তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। সেখানে মুখোমুখি হয়ে নিজের দোষ স্বীকার করে নেন মালিঙ্গা। তদন্তে দোষী সাব্যস্ত হওয়ায় মালিঙ্গার শাস্তি পেতে হয়। শাস্তি নিশ্চিত করা হলেও জিম্বাবুইয়ের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের জন্য ঘোষিত দলে রাখা হয়েছে মালিঙ্গাকে। আগামী ৩০ জুন থেকে জিম্বাবুইয়ের বিপক্ষে শুরু হবে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ।
×