ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে ‘বিশেষায়িত জোন’ করার আহ্বান বাদশার

প্রকাশিত: ০০:৩১, ২৩ জুন ২০১৭

রাজশাহীতে ‘বিশেষায়িত জোন’ করার আহ্বান বাদশার

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীর উন্নয়নে বাধা সৃষ্টির জন্য দুষ্টুচক্র কাজ করছে। তবে সেই বাধা পরাভুত করে রাজশাহীকে ভিন্নধর্মী আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে চান রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। তিনি বলেন, রাজশাহীতে এ যাবৎ যা উন্নয়ন হয়েছে তা বর্তমান সরকার আর রাজশাহীবাসীর আকাঙ্খার ফসল। তবে দেশের উন্নয়নে রাজশাহীকে বিশেষায়িত জোন করা দরকার বলে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। এতে বাংলাদেশই বেশী লাভবান হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বাদশা। শুক্রবার বেলা ১১টায় রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্টির বোর্ড রুমে রাজশাহী অঞ্চলের দাবি উপস্থাপন প্রসঙ্গে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বাদশা। তিনি বলেন, রাজশাহীতে ভারত ও নেপালকে নিয়ে বিশেষায়িত জোন তৈরি করা হলে রাজশাহীর উন্নয়ন ত্বরাণিত হবে। বাদশা আরো বলেন, রাজশাহীর আরডিএ মার্কেট অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আরডিএ মার্কেটকে অকেজো, ঝুঁকিপূর্ণ করেছে প্রকৌশলীরা। আমরা আরডিএ মার্কেট ফাঁকা করতে গিয়েছিলাম। কিন্তু আরডিএ মার্কেট নিয়ে রাজনীতি হয়েছে। বাদশা বলেন, উন্নয়নের মহাসড়কে রাজশাহীকেও নিতে হবে। রাজশাহীকে বাদ দিয়ে দেশের কোনো উন্নয়ন হতে পারে না। রাজশাহীর উন্নয়ন ছাড়া উন্নয়নের মহাসড়ক এগিয়ে যেতেও পারে না। সংবাদ সম্মেলনে ওয়ার্কাস পার্টির রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামাণিক দেবু, সদরুল ইসলাম ও অ্যাডভোকেট এন্তাজুল হক বাবু উপস্থিত ছিলেন।
×