ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আমতলীতে আমন বীজের তীব্র সঙ্কট

প্রকাশিত: ০৬:৪৫, ২২ জুন ২০১৭

আমতলীতে আমন বীজের তীব্র সঙ্কট

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ২১ জুন ॥ আমন ধানের বীজের তীব্র সঙ্কট চলছে। কৃষকরা বাজারে বিআর-২৩ ও ভিত্তি- ৫২ জাতের ধানের বীজ পাচ্ছে না। বিএডিসি বীজ ধানের ডিলাররা কৃত্রিম সঙ্কট দেখিয়ে চড়া দামে বিক্রি করছে। এ অবস্থায় কৃষক দিশেহারা। কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর আমনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৩ হাজার ৫০০ হেক্টর। সাত ইউনিয়নের কৃষক আমনের ধানের চারা রোপণের প্রস্ততি নিয়েছে। আমনের বীজতলা তৈরির জন্য বীজ ধান পাচ্ছে না। ধানের বীজ সরবরাহ করছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)। অভিযোগ রয়েছে বিএডিসির ডিলাররা বাজারে বীজের কৃত্রিম সঙ্কট দেখিয়ে চড়া মূল্যে বীজ ধান বিক্রি করছে। বিআর- ২৩ ও ভিত্তি- ৫২ জাতের ধান এ অঞ্চলে ভাল ফলন হয়। তাই কৃষকরা এ জাতের বীজের প্রতি ঝোঁক বেশি। আমনের মৌসুমের এ সময় এ জাতের বীজ ধান না পেলে আমন ধানের ফলনের চরম বিপর্যয় দেখা দেবে বলে কৃষকরা জানিয়েছেন। বিএডিসি অফিস সূত্রে জানা গেছে, বিআর-২৩ ধানের ১০ কেজি ওজনের এক বস্তার দাম ৩৫০ টাকা এবং ভিত্তি-৫২ ধানের বস্তার দাম চার শ’ টাকা ধরে কৃষক পর্যায় বিক্রির শর্তে ডিলারদের বিএডিসি সরবরাহ করে থাকে। এ দামে কৃষক পর্যায় বিক্রি করলে ডিলাররা খরচসহ শতকরা ১৩% কমিশন পায়। কিন্তু অভিযোগ রয়েছে আমতলী বিএডিসি বীজ ডিলাররা বাজারে কৃত্রিম সঙ্কট দেখিয়ে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বস্তাপ্রতি ১০০ বেশি টাকা দামে বিক্রি করছে। বাজারে কৃষকরা এ জাতের বীজ ধান পাচ্ছে না। ১০০ মুক্তিযোদ্ধাকে আর্থিক সহায়তা স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীর বাগমারার ১০০ মুক্তিযোদ্ধাকে পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন। পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে উপজেলার হাটবাজার ইজারার ৪ শতাংশ অর্থ দিয়ে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের এই সহায়তা করা হয়। বুধবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ হলরুমে মুক্তিযোদ্ধাদের হাতে আনুষ্ঠানিকভাবে অনুদানের এই চেক তুলে দেয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাসরিন আক্তার। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলমগীর হোসেনের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেনÑ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকিরুল ইসলাম সান্টু, ভাইস চেয়ারম্যান রেজাউল করিম, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক ম-ল। জলঢাকায় ইমাম প্রশিক্ষণ স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ মসজিদের ইমাম ও মুয়াজ্জিনগণকে নিয়ে ইমাম বাতায়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টা হতে দুপুর ১২ পর্যন্ত জলঢাকা উপজেলা পরিষদ হলরুমে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে এই কর্মশালায় উপজেলার ১৬৫ ইমাম ও মুয়াজ্জিন অংশগ্রহণ করে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ সৈয়দ আলী উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল হক প্রধান, উপজেলা ভাইস চেয়ারম্যান ফয়সাল মুরাদ ও উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার সাদেকিন আলম।
×