ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পেকুয়ায় শিক্ষক-ছাত্রদের উপর পুলিশের লাটিচার্জ ॥ আহত-৮

প্রকাশিত: ০৪:১২, ১৮ জুন ২০১৭

পেকুয়ায় শিক্ষক-ছাত্রদের উপর পুলিশের লাটিচার্জ ॥ আহত-৮

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ পেকুয়া সদর চৌমহুনী মোড়ে জিএমসি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর পুলিশ ও সিএনজি শ্রমিকরা বেপরোয়া লাঠিচার্জ করেছে। ছাত্রকে সিএনজি শ্রমিক কর্তৃক মারধরের ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করলে রবিবার বেলা ১১টায় চৌমহুনী চৌরস্তা মোড় ও স্কুল মাঠে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় সাংবাদিক, শিক্ষার্থীসহ ৮ জন আহত হয়েছে। আহতরা হচ্ছে, ছাত্র মো: ইলিয়াস, অপি, সাজ্জাদ ও ছোটন, শাহেদ, তারেক ও সাংবাদিক জুবাইদ। স্কুল কেবিনেট চেয়ারম্যান মো: রাশেদ জানান, ১৭ জুন দুপুরে স্কুল শেষ করে ছাত্র সাজ্জাদ পেকুয়া চৌমহুনীতে একটি সিএনজিতে ওঠে। টইটং হাজি বাজার যাওয়ার পর সিএনজি ড্রাইভারের সঙ্গে ওই ছাত্রের বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে ওই সিএনজি ড্রাইভার স্কুল ছাত্র সাজ্জাদকে মারধর করে আহত করে। এ ঘটনায় রবিবার সকাল ১১টায় স্কুলের সকল শিক্ষার্থীরা মিলে ছাত্রকে মারধরের প্রতিবাদে চৌমহুনী মোড়ে অবস্থান নেয়। ওই সময় কিছু বুঝে ওঠার আগে পেকুয়া থানার ওসি (তদন্ত) মনজুর কাদের মজুমদারের নেতৃত্বে এসআই কামরুল হাসানসহ একদল পুলিশ সিএনজি শ্রমিকদের সঙ্গে নিয়ে লাঠিচার্জ শুরু করে। এক পর্যায়ে স্কুল ভবনের মাঠে গিয়েও শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ করে ৮-১০জনকে আহত করে। ২ শিক্ষার্থীকে মাটিতে পেলে পা দিয়ে চাপা দিয়ে আহত করে। প্রধান শিক্ষক জহির উদ্দিন পুলিশের এমন ভুমিকার প্রতিবাদ করায় তাকেও পুলিশের লাঠি দিয়ে আঘাত করেছে। ওসি তদন্ত মনজুর কাদের মজুমদার বলেন, চৌমহুনী মোড়ে অবস্থান করে শিক্ষার্থীরা গাড়ি চলাচলে বাধা প্রদান করার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদেরকে রাস্তা ছেড়ে দিতে বলি। তা না করায় পুলিশের উপর ছাত্ররা হামলা শুরু করে। এক পর্যায়ে পুলিশও লঠিচার্জ করে। এ সময় ছাত্রদের হামলায় পুলিশ সদস্য আহত হয়।
×