ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

চাঁপাইয়ে আমের বাজার ফের সরব

প্রকাশিত: ০৬:৫৪, ১২ জুন ২০১৭

চাঁপাইয়ে আমের বাজার ফের সরব

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ দেশের বৃহত্তম আম বাজারের সংকট নিরসন হবার ফলে ফের আম কেনা-বেচা শুরু হয়েছে। সংকট নিরসনে স্থানীয় সংসদ সদস্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় আগের মতোই আড়তে আম কেনা-বেচা শুরু করেছে আম চাষীরা। এর আগে আমের ওজন নিয়ে প্রশাসনের অহেতুক সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে আম কেনা-বেচা বন্ধ করে দিয়েছিল কানসাটের আড়তদাররা। আড়তদার সমিতির সম্পাদক কাজী এমদাদুল হক বলেন, যুগ যুগ ধরে পাইকারি বাজারে ৪৫-৪৮ কেজিতে মণ ধরে বেচা-কেনা চলে আসছে। অথচ প্রশাসন ৪০ কেজিতে মণ ধরে আম বিক্রির সিদ্ধান্ত জোর করে চাপিয়ে দেবার চেষ্টা করলে সমিতি বন্ধ করে দেয় আম কেনা। স্থানীয় এমপির হস্তক্ষেপে প্রশাসন পিছু হটলে আগের নিয়মেই আম কেনা-বেচা শুরু হয়। পাশাপাশি একই সঙ্গে প্রতি পাল্লাতে একটা সলা আম (অতিরিক্ত একটা আম) দিতে হবে। অবৈধ গর্ভপাত ॥ মালিকসহ চার জনের বিরুদ্ধে মামলা নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ১১ জুন ॥ অন্তঃসত্ত্বা তিন সন্তানের জননী জুলেখা বেগমের অবৈধ গর্ভপাত ঘটাতে গিয়ে মারা যাওয়ার ঘটনায় কলাপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। মামলাটি করেছেন নিহতের স্বামী আলাউদ্দিন। মামলায় গ্রেফতারকৃত দু’জনের মধ্যে নার্স মমতাজ, ক্লিনিক মালিকের ভাই শফিকুল শামিম ছাড়াও মালিক আমিরুল ইসলাম সুমন ও ল্যাব এসিস্ট্যান্ট মাহতাব হোসেন টিটুকেও আসামি করা হয়েছে। পুলিশ রবিবার ধৃত দুই আসামিকে আদালতে প্রেরণ করছেন বলে জানা গেছে। উল্লেখ্য, কলাপাড়া পৌরশহরের চিকিৎসার বাণিজ্য কেন্দ্র হিসেবে পরিচিত আলেয়া ক্লিনিকে শনিবার দুপুরে অবৈধ গর্ভপাত ঘটাতে গিয়ে মারা যায় গৃহবধূ জুলেখা। ডাক বিভাগের তত্ত্বাবধায়ককে গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী, ১১ জুন ॥ গ্রাহকের আমানতের টাকা সরকারী কোষাগারে জমা না দিয়ে আত্মসাতের অভিযোগে বেগমগঞ্জের চৌমুহনী ডাকঘরের বরখাস্ত হওয়া তত্ত্বাবধায়ক সমির কান্তি সাহাকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। রবিবার দুপুরে দুদক সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আল-মামুন চৌমুহনী শহর থেকে তাঁকে গ্রেফতার করেন। কুমিল্লায় ধর্ষক গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ১১ জুন ॥ চৌদ্দগ্রামে গৃহপরিচারিকাকে ধর্ষণের অভিযোগে আনোয়ার হোসেন নামে এক ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ভোরে জেলার চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়নের মিয়াবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও পুলিশ কুমেক হাসপাতালের ফরেনসিক বিভাগে ভিকটিমের ডাক্তারী সম্পন্ন করেছে। এদিকে গৃহপরিচারিকাকে অচেতন করে ধর্ষণ করায় সে অনেকটা মানসিক ভারসাম্যহীন।
×