ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মানবতাবিরোধী অপরাধ

সাবেক দুই সার্বীয় গোয়েন্দা প্রধান ফের বিচারের মুখোমুখি

প্রকাশিত: ০৬:৫১, ১২ জুন ২০১৭

সাবেক দুই সার্বীয় গোয়েন্দা প্রধান ফের বিচারের মুখোমুখি

নব্বইয়ের দশকের বলকান যুদ্ধে বিরোধীদের ওপর নিষ্ঠুর হত্যাযজ্ঞ চালাতে ডেথ স্কোয়াড পরিচালনার অভিযোগে সার্বিয়ার সাবেক দুই গোয়েন্দা প্রধানকে জাতিসংঘের আদালতে মঙ্গলবার ফের বিচারের মুখোমুখি হতে হচ্ছে। এরআগে সাবেক দুই গোয়েন্দা প্রধান জোভিসা স্ট্যানিসিচ (৬৬) ও ফ্রাঙ্কো সিমাতোভিচ (৬৭) মানবতাবিরোধী অপরাধ ও সাবেক যুগোশ্লাভিয়ায় চালানো যুদ্ধাপরাধের অভিযোগ থেকে আন্তর্জাতিক অপরাধ আদালতে ২০১৩ সালে প্রাথমিকভাবে খালাস পেয়েছিলেন। খবর এএফপির। যুদ্ধাপরাদের মামলা থেকে ওই দুইব্যক্তিকে অব্যাহতি দেয়ার প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ হয়েছিল। পরে আদালতের কৌঁসুলির আপীল করলে দুই বছর পরে একই অপরাধে আবারও তাদের বিচারের মুখোমুখি হতে হচ্ছে। বিরোধীদের হত্যায় আধাসামরিক বাহিনী গঠন, অর্থায়ন ও রসদ সরবরাহের দায়ে সার্বিয়ার সাবেক গোয়েন্দা প্রধান স্ট্যানিসিচ ও উপ-প্রধান সিমাতোভিচের বিরুদ্ধে আরও একবার অভিযোগ দায়ের করা হয়েছে। সেøাবোদান মিলোসোভিচ সরকারের প্রবল ক্ষমতাশালী ব্যক্তি ছিলেন স্ট্যানিসিচ। যুগোসøাভিয়ার পতনের সময় ক্রোয়েশিয়া ও বসনিয়ায় তারা ব্যাপক সন্ত্রাস ও ধ্বংসযজ্ঞ চালিয়েছিল। সে সময়ে তারা প্রায় লক্ষাধিক লোককে হত্যা ও বাইশ লাখ নাগরিককে বাড়িছাড়া করেছিলেন। সার্ব পরিচালিত রাষ্ট্র প্রতিষ্ঠা করতে তাদের পরিচালিত ডেথ স্বোয়াড শহরে প্রবেশ করে মুসলিম ও সার্বিয়ান নয় এমন লোকদের হত্যা এবং শহর থেকে বের করে দিয়েছিল। ২০০৮ সালে তাদের বিরুদ্ধে যখন বিচার শুরু হয় তখন আদালতের কৌঁসুলিরা তাদের মৃত্যুদ- দাবি করেছিলেন। সাবেক সার্বিয়ান প্রেসিডেন্ট মিলোসোভিচ ও বসনিয়ান নেতা রাদোভান কারাদজিচের হয়ে তারা একটি যৌথ অপরাধী সংগঠন পরিচালনা করতেন। অভিযোগপত্রে বলা হয়েছে, ১৯৯১ সালের এপ্রিলের শুরুর দিকে শুরু হওয়া তাদের মানবতাবিরোধী অপরাধ ৯৫ সালের এপ্রিল পর্যন্ত চলে।
×