ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় ছাত্রদল নেতার মৃত্যু

প্রকাশিত: ০৬:০১, ৬ জুন ২০১৭

যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় ছাত্রদল নেতার মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর যাত্রাবাড়ীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক ছাত্রনেতার মৃত্যু হয়েছে। এ সময় নিহতের ভাই ছাত্রদল নেতাসহ দু’জন গুরুতর আহত হয়েছে। মোহাম্মদপুরে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। এদিকে জাল নোট ও ইয়াবাসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া আগারগাঁও পাসপোর্ট অফিসের দালাল চক্রের ১৫ সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদ- দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। সোমবার সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রাজধানীর যাত্রাবাড়ী কলাপট্টি এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মাসুদ ঢালি (২৮) নামে ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে। নিহতের বন্ধু ছাত্রদলেরসহ সম্পাদক নিজাম উদ্দিন (২৮)। নিহত মাসুদের বাবার নাম আব্দুর রহমান। গ্রামের বাড়ি বরিশাল জেলার হিজলা থানা এলাকায়। নিহতের বন্ধু আহত নিজাম জানান, কয়েক দিন আগে মাসুদ সড়ক দুর্ঘটনায় পায়ে আঘাত পায়। পায়ের অপারেশনের জন্য সোমবার সকালে একটি মোটরসাইকেলে তিনজন ধানমণ্ডির নর্দান হাসপাতালে যাচ্ছিলেন। পথে যাত্রাবাড়ী কলাপট্টি এলাকায় পৌঁছলে যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেল ধাক্কা দিলে তারা গুরুতর আহত হন। পরে পথচারীরা তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১১টার দিকে মাসুদের মৃত্যু হয়। আত্মহত্যা ॥ রাজধানীর মোহাম্মদপুর রায়েরবাজার এলাকার নুসরাত জাহান (২৭) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে। নিহতের বাবার নাম নূর হোসেন। গ্রামের বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ থানা এলাকায়। নূসরাত তার স্বামী জুনায়েদ আকরামের সঙ্গে মোহাম্মদপুর রায়েরবাজার পাবনা হাউস গলির ৭৬/৬ নম্বর ভবনের চারতলায় ভাড়া থাকতেন। জাল নোট ও ইয়াবাসহ ৪ জন গ্রেফতার ॥ রাজধানীর পৃথকস্থান থেকে জাল নোট ও ইয়াবাসহ ৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
×