ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হামাসের রাজনীতিতে পরিবর্তনের আভাস

প্রকাশিত: ০৩:৫৩, ৯ মে ২০১৭

হামাসের রাজনীতিতে পরিবর্তনের আভাস

ফিলিস্তিনী হামাস গ্রুপের নতুন নেতা হিসেবে ইসমাইল হানিয়াকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। দু’বছরের দায়িত্ব পালন শেষে খালেদ মিশালের পর হামাস প্রধান হিসেবে হানিয়া গাজা ভূ-খ-ের নেতৃত্ব দিতে যাচ্ছেন। খবর এএফপি। নিজ ভূমে পরবাসী ফিলিস্তিনীদের মধ্যে বিদ্যমান অনৈক্যের মধ্যে এই খবর আপাতঃ দৃষ্টিতে খুব একটা তাৎপর্য বহন না করলেও হানিয়াকে নির্বাচিত করার মধ্য দিয়ে কট্টরপন্থী অবস্থান থেকে হামাসের সরে আসার দিকে নির্দেশনা পাওয়া গেছে। ইসমাইল হানিয়াকে নির্বাচিত ঘোষণা করার এক সপ্তাহ আগে দলটি ইসরাইল প্রশ্নে তাদের নমনীয় মনোভাব প্রকাশ করে তাদের নীতিগত অবস্থান সংক্রান্ত এক ইশতেহার প্রকাশ করেছে। এত দিন পর্যন্ত ফিলিস্তিনীরা কট্টরপন্থী হামাস ও ইসরাইলের প্রতি নমনীয় ফাতাহ এই দুই দলে বিভক্তি সৃষ্টির মাধ্যমে কার্যত নিজেদের মধ্যে বিবাদে লিপ্ত হয়ে ইসরাইলকে তাদের অবস্থান আরও সংহত করার সুযোগ করে দিয়েছে। কট্টরপন্থী অবস্থানের জন্য হামাস নেতৃত্বাধীন গাজায় নির্বিচারে বিমান ও স্থল হামলা চালিয়ে ইসরাইল যখন একটির পর একটি জনবসতি ধ্বংসস্তূপে পরিণত করছেÑ তখন পশ্চিম তীরের ফাতাহ সরকার হয় নীরব থেকেছে অথবা মিনমিনে কণ্ঠে প্রতিবাদ জানিয়েছে। যদিও মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন পিএলও সরকার সব সময় পশ্চিম তীর ও গাজা ভূ-খ-বাসীদের সরকার বলে নিজেদের দাবি করত। তাদের হয়ত ধারণা ছিল ইসরাইলের সঙ্গে তাল মিলিয়ে ফিলিস্তিনীদের অধিকার আদায় করা সম্ভব হবে। কিন্তু ইসরাইলের কট্টরপন্থী সরকার নিত্য নতুন ফন্দিফিকির করে ফিলিস্তিনীদের সব আশা আকাক্সক্ষা ধূলিসাৎ করে দিয়েছে। নেতানিয়াহুর কট্টরপন্থী ইহুদী সরকার অধিকৃত পশ্চিম তীরে ইহুদীদের জন্য নিত্য নতুন বসতি গড়ে তুলছে।
×