ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভাল চোখে অপারেশন ॥ ডাক্তারের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ০৬:১৯, ২৩ এপ্রিল ২০১৭

ভাল চোখে অপারেশন ॥ ডাক্তারের বিরুদ্ধে মামলা

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ২২ এপ্রিল ॥ রোকেয়া আই সেন্টারে ভুল চিকিৎসায় এক চোখের পরিবর্তে অন্য চোখের অপারেশনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পর হাসপাতালে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। শুক্রবার সন্ধ্যায় শহরের বেবিস্ট্যান্ড এলাকার রোকেয়া আই সেন্টারে এ ঘটনাটি ঘটেছে। রোগী ও স্বজনরা জানান, শুক্রবার সকালে সদর উপজেলার ভাল্লুককান্দি এলাকার মরহুম খোরশেদ আলমের স্ত্রী মালেকা বেগম রোকেয়া আই সেন্টারে চোখের অপারেশন করতে যান। এ সময় হাসপাতালের চিকিৎসক মোস্তফা সরোয়ার তার চোখের অবস্থা দেখে দ্রুতই অপারেশন করাতে হবে বলে রোগী ও স্বজনদের জানান। পরে বিকেলে রোগীর পরিবার অপারেশনের সিদ্ধান্ত দেন। ওই চিকিৎসক ডান চোখ অপারেশনের উপযোগী করতে প্রয়োজনীয় ওষুধ প্রয়োগ করেন। সন্ধ্যায় রোগীকে অপারেশন থিয়েটারে নেয়ার পর চিকিৎসক বাম চোখের অপারেশন করেন। অপারেশনকালে রোগী ব্যথায় চিৎকার শুরু করে। এ সময় রোগীর ডান চোখের পরিবর্তে বাম চোখ অপারেশন কেন করা হচ্ছেÑ জানতে চাইলে চিকিৎসক উত্তেজিত হয়ে রোগীকে চুপ থাকতে বলেন। তখন চিকিৎসক দুই চোখেরই অপারেশন করতে হবে বলে জানান। অপারেশন শেষে রোগী স্বজনদের বিষয়টি জানান। অপারেশনের পরে রোগী এখন দুই চোখেই দেখতে পারছে না বলে জানালে হাসপাতালে উত্তেজনা সৃষ্টি হয়। এ ব্যাপারে হাসপাতাল মালিক ও চিকিৎসকের ক্ষতিপূরণসহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে রোগীর স্বজনরা। এ ঘটনায় চিকিৎসক ডাঃ মোস্তফা সরোয়ারকে প্রধান আসামি করে তিনজনের নামে শুক্রবার রাতে টাঙ্গাইল সদর মডেল থানায় মামলা করেছেন।
×