ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ধারণক্ষমতার পাঁচগুণ বেশি নবজাতক চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে

প্রকাশিত: ০৫:৪৯, ৮ এপ্রিল ২০১৭

ধারণক্ষমতার পাঁচগুণ বেশি নবজাতক চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে

স্টাফ রিপোর্টার ॥ ধারণক্ষমতার পাঁচগুণ বেশি নবজাতকের চিকিৎসা সেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের স্পেশাল কেয়ার নিওনেটাল ইউনিট। আর প্রতি বেডে দু’জন করে নবজাতক রেখে চিকিৎসা সেবা দেয়ায় সংক্রমিত হওয়ার আশঙ্কা রয়েছে। আবার সংক্রমণ এড়াতে স্পর্শকাতর রোগী হিসেবে প্রতিটি নবজাতককে নিরাপদ দূরত্বে রাখা জরুরী। মাত্র এক থেকে দেড় হাজার বর্গফুটের এ ওয়ার্ড। যেখানে আবার কাঁচের ঘেরা দিয়ে কয়েকটি বিভাগে ভাগ করা হয়েছে। বসানো রয়েছে নানা ধরনের যন্ত্রপাতি। যন্ত্রের ভেতরে কিংবা বাইরে অর্থাৎ এ ওয়ার্ডের বাসিন্দারা সবাই নবজাতক। যাদের সবার গড় বয়স মাত্র কয়েকদিন। অপরিণত বয়সে জন্ম হওয়ায় কাউকে রাখা হয়েছে ইনকিউবিটরে। কাউকে আবার জটিলতার কারণে মায়ের সঙ্গে রাখতে না পারায় রাখা হয়েছে মায়ের বুকের উষ্ণতার মতো ওয়ার্মারে। কয়েক বছর আগে ইউনিসেফের সহায়তায় প্রতিষ্ঠিত এ ওয়ার্ডে রাখার কথা ৩২ নবজাতক। কিন্তু এখন নবজাতকের সংখ্যা দেড় শ’র বেশি। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জালাল উদ্দিন বলেন, ‘এক ওয়ার্মারের ভেতরে একাধিক রোগী আছে। এখানে আমাদের করার কিছুই নেই। কোন রোগীকেই আমরা হাসপাতাল থেকে বিনা চিকিৎসায় বিদায় দিতে পারি না।’
×