ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নবম-দশম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৬:৪৩, ৩০ মার্চ ২০১৭

নবম-দশম শ্রেণির পড়াশোনা

Blessed with SHAH MD.IDRIS ALI & HAMIDA ALI C/O Md. Sofiul Haq Khandakar (Shohag) M.Sc. (First Class 1st), B.Sc. (First Class 9th) Achieved: Best Teacher Award, Lecturer in Zoology, Arambagh High School & College, Arambagh, Motijheel, Dhaka -1000. Mob: 01717-293619 e-mail: [email protected] তৃতীয় অধ্যায়: কোষ বিভাজন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রীতি ও শুভেচ্ছা রইল। ইতোপূর্বে তোমরা কোষ, কোষ বিভাজন, কোষ বিভাজনের প্রকারভেদের মধ্যে অ্যামাইটোসিস মাইটোসিস এর প্রোফেজ ও প্রোমেটাফেজ পর্যায় সম্পর্কে জেনেছো। আজকের আলোচনা: কোষ বিভাজনের প্রকারভেদের মধ্যে মাইটোসিস এর মেটাফেজ ও অ্যানাফেজ পর্যায় মাইটোসিসের পর্যায়সমূহ : মাইটোসিস কোষ বিভাজন একটি অবিচ্ছিন্ন বা ধারাবাহিক প্রক্রিয়া। এই বিভাজনে প্রথমে ক্যারিওকাইনেসিস অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজন ঘটে এবং পরবর্তীতে সাইটোকাইসেসিস অর্থাৎ সাইটোপ্লাজমের বিভাজন ঘটে। বিভাজন শুরুর পূর্বে কোষের নিউক্লিয়াসে বিছু প্রস্তুতিমূলক কাজ হয়। এ অবস্থাকে ইন্টারফেজ পর্যায় বলে। বর্ণনার সুবিধার জন্য মাইটোসিস প্রক্রিয়াকে পাঁচটি পর্যায়ে ভাগ করা হয়ে থাকে। পর্যায়গুলে নি¤œরূপ : (ক) প্রোফেজ (চৎড়ঢ়যধংব) (খ) প্রো-মেটাফেজ (চৎড়-সবঃধঢ়যধংব) (গ) মেটাফেজ (গবঃধঢ়যধংব) (ঘ) অ্যানাফেজ (অহধঢ়যধংব) (ঙ) টেলোফেজ (ঞবষড়ঢ়যধংব) গ. মেটাফেজ (গবঃধঢ়যধফংব) : এ পর্যায়ের প্রথমেই সব ক্রোমোসোম স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে (দুই মেরুর মধ্যখানে) অবস্থান করে। প্রতিটি ক্রোমোসোমের সেন্ট্রোমিয়ার বিষুবীয় অঞ্চলে এবং বাহু দুটি মেরুমুখী হয়ে অবস্থান করে। চিত্র- মেটাফেজ (উদ্ভিদকোষ) এ পর্যায়ে ক্রোমোসোমগুলো সর্বাধিক মোট ও খাটো হয়। প্রতিটি ক্রোমোসোমের ক্রোমাটিড দুটির আকর্ষণ করে যায় এবং বিকর্ষণ শুরু হয়। চিত্র- মেটাফেজ (প্রাণিকোষ) এ পর্যায়ের শেষ দিকে সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয়। নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। ঘ. অ্যানাফেজ (অহধঢ়যধংব) : প্রতিটি ক্রোমোসোমের সেন্ট্রেমিয়ার দুভাগে বিভক্ত হয়ে যায়, ফলে ক্রোমোটিড দুটি আলাদা হয়ে পড়ে। এ অবস্থায় প্রতিটি ক্রোমাটিডকে অপত্য ক্রোমোসোম বলে এবং এতে একটি করে সেন্ট্রোমিয়ার থাকে। চিত্র- অ্যানাফেজ (উদ্ভিদকোষ ও প্রাণিকোষ) পর্যায়ের শুরু অপত্য ক্রোমোসোমগুলোর মধ্যে বিকর্ষণ শক্তি বৃদ্ধি পায়, ফলে এরা বিষুবীয় অঞ্চল থেকে পরস্পর বিপরীত মেরুর দিকে সরে যেতে থাকে। অর্থাৎ ক্রোমোসোমগুলোর অর্ধেক এক মেরুর দিকে এবং বাকি অর্ধেক অন্য মেরুর দিকে অগ্রসর হতে থাকে। চিত্র- অ্যানাফেজ (উদ্ভিদকোষ) অপত্য ক্রোমোসোমের মেরু অভিমুখী চলনে সেন্ট্রোমিয়ার অগ্রগামী থাকে এবং বাহুদ্বয় অনুগামী হয়। সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোসোমগুলি ঠ, খ, ঔ বা ও এর মতো আকার ধারন করে। এদেরকে যথাক্রমে মেটাসেন্ট্রিক (ঠ), সাবমেটাসেন্ট্রিক (খ), অ্যাক্রোসেন্ট্রক (ঔ) বা টেলোসেন্ট্রিক (ও) বলে। চিত্র- অ্যানাফেজ (প্রাণিকোষ) অ্যানাফেজ শেষের দিকে অপত্য ক্রোমোসোমগুলো স্পিন্ডলযন্ত্রের মেরুপ্রান্তে অবস্থান নেয় এবং ক্রোমোসোমের দৈর্ঘ্য বৃদ্ধি পেতে থাকে। (পরবর্তীতে কোষ বিভাজনের প্রকারভেদের মধ্যে মাইটোসিস পর্যায়ের টেলোফেজ ও মাইটোসিসের গুরুত্ব নিয়ে আলোচনা করা হবে।)
×