ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ব্রিটিশ এয়ারলাইন্সগুলোর প্রধান কার্যালয় সরানোর হুঁশিয়ারি

প্রকাশিত: ০৩:২৯, ২৭ মার্চ ২০১৭

ব্রিটিশ এয়ারলাইন্সগুলোর প্রধান কার্যালয় সরানোর হুঁশিয়ারি

ইসিজেট এবং রায়ান এয়ারের মতো ব্রিটিশ এয়ারলাইন্সগুলোর প্রধান কার্যালয় ব্রিটেন থেকে সরিয়ে নেয়ার হুঁশিয়ারি দিয়েছে ব্রাসেলস। এছাড়াও ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশের কাছে শেয়ার বিক্রির আহ্বান জানিয়েছে ব্রাসেলস। তা না হলে ব্রেক্সিটের পর ইউরোপের লাভজনক বিমানের রুটগুলো ব্যবহার করতে পারবে না ব্রিটেন। এ ক্ষেত্রে মিলান থেকে প্যারিসসহ অন্যান্য রুটগুলো ব্যবহারের ক্ষেত্রে প্রধান কার্যালয় ইউরোপে সরিয়ে আনতে হবে এবং অধিকাংশ শেয়ার ইউরোপের কাছে বিক্রি করতে হবে বলে জানিয়েছে ব্রাসেলস। ব্রিটিশ এয়ারওয়েজ ইউরোপে ফ্লাইট পরিচালনা না করলেও স্বত্বাধিকারী প্রতিষ্ঠান আইএজির শেয়ারও ইইউর নিয়মনীতি অনুযায়ী বিক্রি করতে হবে। -অর্থনৈতিক রিপোর্টার
×