ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

১৬ কোটি মানুষের স্বার্থের বাইরে ভারতের সঙ্গে কোন চুক্তি করা হবে না ॥ কাদের

প্রকাশিত: ০৫:২৩, ২২ মার্চ ২০১৭

১৬ কোটি মানুষের স্বার্থের বাইরে ভারতের সঙ্গে কোন চুক্তি করা হবে না ॥ কাদের

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের ১৬ কোটি মানুষের স্বার্থের বাইরে গিয়ে ভারতের সঙ্গে কোন চুক্তি করা হবে না। দেশের সার্বভৌমত্ব সমুন্নত রেখেই সব চুক্তি সম্পাদিত হবে। মঙ্গলবার বিকেলে সিলেট যাত্রাকালে ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের শাহবাজপুরে সেতুমন্ত্রী এসব কথা বলেন। সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন বিএনপি একটি বড় রাজনৈতিক দল। নির্বাচনে অংশ নেয়া তাদের রাজনৈতিক অধিকার। তারা গোপনে নির্বাচনের প্রস্তুতি নিলেও তা প্রকাশ করছে না। আশা করি বিএনপি তার ভুলের পুনরাবৃত্তি করবে না। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু এহতেশাম রাশেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকারসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তা এবং রাজৈনতিক নেতৃবৃন্দ। পরে তিনি সিলেটের উদ্দেশ যাত্রা করেন। জনপ্রিয়তা দেখেই নির্বাচনে মনোনয়ন দেয়া হবে ॥ নিজস্ব সংবাদদাতা হবিগঞ্জ থেকে জানান, আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তৃণমূল পর্যায়ে জনপ্রিয়তা রয়েছে এমন ব্যক্তিদেরই আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন দেবে আওয়ামী লীগ। এ বিষয়ে গোয়েন্দা সংস্থার রিপোর্ট ও তৃণমূল নেতাকর্মীদের মতামতকেই প্রাধান্য দেয়া হবে। তিনি বলেন, আসছে এই নির্বাচনে জনগণ ও নেতাকর্মীদের থেকে বিচ্ছিন্ন এমন কেউ মনোনয়ন পাবে না। এজন্য এখন থেকেই নৌকার পক্ষে সকলকে কাজ করে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় বসানোর আহ্বান জানান। তিনি এ বছরই ঢাকা-সিলেট মহাসড়ক ফোর লেনের কাজ শুরুর ঘোষণা দেন। তিনি মঙ্গলবার সকালে ঢাকা থেকে সিলেট যাওয়ার উদ্দেশে রওনা হলে পথিমধ্যে দুপুর ও বিকেলে হবিগঞ্জের মাধবপুর উপজেলা সদর সড়ক ও জনপথ বাংলো এবং জেলার সদর উপজেলাধীন অলিপুর নামক স্থানে সংশ্লিষ্ট দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দানকালে এ কথা বলেন।
×