ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জার্মান কাপের সেমিতে বেয়ার্ন-ডর্টমুন্ডের লড়াই

প্রকাশিত: ০৪:৫৩, ১৬ মার্চ ২০১৭

জার্মান কাপের সেমিতে বেয়ার্ন-ডর্টমুন্ডের লড়াই

স্পোর্টস রিপোর্টার ॥ জার্মান কাপের কোয়ার্টার ফাইনালে বড় জয় পেয়েছে বরুশিয়া ডর্টমুন্ড। মঙ্গলবার তারা ৩-০ গোলে হারিয়েছে তৃতীয় সারির দল লোটেকে। তবে তিনটি গোলই হয়েছে ম্যাচের দ্বিতীয়ার্ধে। ৫৭ মিনিটে ক্রিস্টিয়ান পুলিসিচের গোলে প্রথম এগিয়ে যায় ডর্টমুন্ড। তার ১০ মিনিট পার না হতেই গোল ব্যবধান দ্বিগুণ করেন আন্দ্রে শুরলে। ৮৩ মিনিটে লোটের জালে শেষ পেরেকটি ঠুকে দেন বরুশিয়ার মার্সেল স্মেলজার। এর ফলে টুর্নামেন্টের সেমিফাইনালে বেয়ার্ন মিউনিখের মুখোমুখি হবে বরুশিয়া ডর্টমুন্ড। জার্মান বুন্দেসলিগার অন্যতম শক্তিশালী দুই দল বেয়ার্ন-ডর্টমুন্ড। কিন্তু সাম্প্রতিক সময়ে বরুশিয়া যেন একেবারেই হারিয়ে গেছে। তবে দোর্দ-প্রতাপে এগুচ্ছে বেয়ার্ন। জার্মান বুন্দেসলিগার বর্তমান চ্যাম্পিয়ন বেয়ার্ন মিউনিখের ভক্ত-অনুরাগীদের জন্য নতুন খবর হলো, ইংলিশ জায়ান্ট চেলসি আর ইতালিয়ান ফেভারিট ইন্টার মিলানের মুখোমুখি হতে যাচ্ছে তারা। আগামী প্রাক মৌসুমে বেভারিয়ানদের মুখোমুখি হবে এই দুই দল। সবকিছু ঠিক থাকলে আগামী ১৯ জুলাই চীনের সাংহাইয়ে জার্মান চ্যাম্পিয়নদের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্সেনাল। এরপরই চীন থেকে সিঙ্গাপুরে উড়াল দেবে বেয়ার্ন। ২৫ জুলাই সিঙ্গাপুরে চেলসির মুখোমুখি হবে তারা। এর দুইদিন পর ইন্টার মিলানের বিপক্ষে লড়বে বেয়ার্ন মিউনিখ। এক বিবৃতিতে ক্লাব কর্তৃপক্ষ জানায়, ‘আমরা এশিয়ায় নিজেদের সমর্থক বাড়াতে চাচ্ছি। আন্তর্জাতিক ব্র্যান্ড হিসেবে আমরা বিশ্বে পরিচিতি পেতে চাই। ইউরোপিয়ান ক্লাব হলেও আমাদের এশিয়ায় সমর্থক ১৩৫ মিলিয়ন ছাড়িয়ে গেছে। এটা দ্রুতই আরও বৃদ্ধি করতে চায় ক্লাব। এর আগে ২০১২ সালে ও ২০১৫ সালে এশিয়া সফরে এসেছিল জার্মান জায়ান্টরা। এবারের প্রাক-মৌসুমের সবগুলো ম্যাচ চীন আর সিঙ্গাপুরেই খেলতে আগ্রহী জার্মান বুন্দেসলিগার বর্তমান চ্যাম্পিয়ন বেয়ার্ন মিউনিখ।
×