ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

পরিবেশবান্ধব চামড়া শিল্পনগরী কতটা প্রস্তুত?

প্রকাশিত: ০৭:০৭, ১৪ মার্চ ২০১৭

পরিবেশবান্ধব চামড়া শিল্পনগরী কতটা প্রস্তুত?

অর্থনৈতিক রিপোর্টার ॥ এখনও ইট-কংক্রিটের নির্মাণযজ্ঞ সাভারের চামড়া শিল্পনগরীতে। পুরোপুরি প্রস্তুত নয় কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার বা সিইটিপি। রাস্তাঘাট কিংবা বর্জ্য ফেলার জায়গাই ঠিক হয়নি এখনও। কিছু ট্যানারি সাভারে গেলেও শুরু করতে পারছে না পুরো কাজ। এজন্য তারা নানান ধরনের প্রতিবন্ধকতার কথা বললেও কর্তৃপক্ষের কাছে এগুলো যেন কোন সমস্যাই না। সর্বোচ্চ আদালতের রায়ে সাভারে ট্যানারি স্থানান্তরের বাধ্যবাধকতা চূড়ান্ত হলো। তবে এজন্য কতটা প্রস্তুত পরিবেশবান্ধব এ চামড়া শিল্পনগরী? সাভারে ট্যানারি শিল্প এলাকা প্রস্তুত। গেল ৬ মার্চ আদালতকে সরকারের পক্ষ থেকে জানানোর পরই নির্দেশনা আসে হাজারীবাগের সব কারখানা বন্ধ করে দেয়ার। যতদূর চোখ যায়, শুধু নির্মাণযজ্ঞ। ইট-রডের ফাঁক গলে আধো বানানো বিল্ডিং, পিলার আর ছাদ। অনেক জায়গা এখনও ফাঁকা। বরাদ্দ পাওয়া জমিতে কাজ শুরু করতে পারেননি কেউ কেউ। কয়েকটির কাজ মাত্র শুরু হয়েছে। সাভারে প্লট বরাদ্দ পাওয়া ১৫৫টি ট্যানারির মধ্যে কিছুটা কাজ শুরু করতে পেরেছে মাত্র ৪৫টি ট্যনারি। নানান সমস্যায় পুরোপুরি উৎপাদনে যেতে পারছে না তারাও। এমনকি কঠিন বর্জ্য ফেলার জায়গাও ঠিক করা যায়নি এখনও। ফলে ভাগাড়ের দুর্গন্ধে টেকা দায় পুরো এলাকায়। তবে বাস্তব চিত্র ভিন্ন হলেও সব প্রস্তুতি প্রায় শেষ, এমন বক্তব্যেই আটকে আছে কর্তৃপক্ষ। বাস্তবতা যাই হোক, চামড়া শিল্প স্থানান্তর নিয়ে চলা এ ‘ইঁদুর বিড়াল’ খেলার সমাধান না হলে দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হবে এ খাত, তা মানছেন সবাই।
×