ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বন্দীদের সংশোধন করে সমাজে পুনর্বাসন করা হবে ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ০৮:৩০, ২৭ ফেব্রুয়ারি ২০১৭

বন্দীদের সংশোধন করে সমাজে পুনর্বাসন করা হবে ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ বন্দীদের নতুন জীবনের আশ্বাস দিতে তাদের সংশোধন করে সমাজে পুনর্বাসন ও বন্দীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার ঘোষণা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি। একইসঙ্গে কারা বিভাগের উন্নতি কল্পে রাষ্ট্রের অতি সংবেদনশীল কাজের দায়িত্ব পালনকারী হিসেবে কারা কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও সুযোগ সুবিধাদি বাড়াতে সরকারি অন্যান্য পোশাকধারী সংস্থার সঙ্গে মর্যাদার বা পদোন্নতির সামঞ্জস্য খতিয়ে দেখে গ্রেড উন্নতীকরণের বিষয়টি সরকারের বিবেচনাধীন রয়েছে বলে জানান। এছাড়া কারারক্ষীদের সকল যৌক্তিক দাবি পূরণ করা হবে বলেও আশ্বাস দেন তিনি। রবিবার গাজীপুরের কাশিমপুরের কেন্দ্রীয় কারাগার প্রাঙ্গণে ‘বন্দীদের সংশোধন সমাজে পুনর্বাসন’ সেøাগানে আয়োজিত কারা সপ্তাহ ২০১৭ উদ্বোধনকালে স্বরাষ্ট্রমন্ত্রী কারা কর্মকর্তা-কর্মচারীসহ উপস্থিত সকলের উদ্দেশে এসব কথা বলেন। তিনি কারা বিভাগের উন্নয়নে সরকারের গৃহীত বিভিন্ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের কথা তুলে ধরেন। প্রথমবারের মতো বাংলাদেশ প্রিজন্স স্ট্যাটিস্টিকসের মোড়ক উন্মোচন করা হয়েছে। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী কারা অধিদফতরের বিভিন্ন কাজের অবদানের স্বীকৃতিস্বরূপ গাজীপুর কারাগারের জেলার শ্রেষ্ঠ উদ্ভাবনী কর্মকর্তা হিসেবে ফোরকান ওয়াহিদ, শ্রেষ্ঠ সৃজনশীল কর্মকর্তা রাজশাহীর সিনিয়র জেল সুপার হালিমা খাতুন, নারায়ণঞ্জ কারাগারের জেলার আসাদুর রহমানকে বেস্ট স্টাফ অফিসার ও শ্রেষ্ঠ উৎপাদনশীল কর্মকর্তা যশোরের সিনিয়র জেল সুপার কামাল হোসেন, গার্ডিং স্টাফ হিসেবে কারারক্ষী বশির উদ্দীনকে পুরস্কার প্রদান করা হয়েছে।
×