
নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ নওগাঁর ধামইরহাট উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক ক্বারী মোঃ আব্দুল জলিল (৬৮) নিখোঁজ হয়েছেন বলে থানায় জিডি করা হয়েছে। প্রকৃতপক্ষে তিনি নিখোঁজ হয়েছেন, নাকি তার মাদ্রাসায় অর্থ কেলেংকারীর ঘটনা ধামাচাপা দিতে নিজেই আত্মগোপন করেছেন, এমন কথা এলাকায় মুখে মুখে ফিরছে। জিডি সূত্রে জানা গেছে, গতকাল বুধবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার উমার ইউনিয়নের গাংরা গ্রামের মৃত ফজের আলী সাকিদারের ছেলে থানা আওয়ামীলীগের নেতা আমাইতাড়া বাজার থেকে ভ্যান যোগে বাড়ি ফিরছিলেন। দীর্ঘ সময় পরও তিনি বাড়ি না ফিরলে পরিবারের লোকজন তাকে খুঁজতে বের হয়। বাড়ির খলিয়ানে খড়ের পালার পার্শে তার ব্যবহৃত ব্যাগ এবং কিছু দূরে মাঠের মধ্যে টুপি ও জুতা পড়ে থাকতে দেখতে পায়। পরিবারের লোকজন ওই রাতেই বিভিন্ন স্থানে খোঁজ করে না পেয়ে থানায় একটি সাধারণ ডায়েরী করে। এ ব্যাপারে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মুহা.রকিবুল ইসলাম বলেন, নিখোঁজ ক্বারী আব্দুল জলিলের স্ত্রী সুফিয়া খাতুন বাদী হয়ে থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। পুলিশ নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।