ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সৈয়দপুরে ২১৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার নেই

প্রকাশিত: ২৩:০৮, ২০ ফেব্রুয়ারি ২০১৭

সৈয়দপুরে ২১৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার নেই

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ নীলফামারীর সৈয়দপুর উপজেলার বেশির ভাগ শিক্ষাপ্রতিষ্ঠানে গড়ে ওঠেনি শহীদ মিনার। এমনকি শহর এলাকাতেও নেই কেন্দ্রীয় শহীদ মিনার। উপজেলার প্রাথমিক, মাধ্যমিক, কলেজ-মাদ্রাসা কিন্ডারগার্টেন মিলে ২৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে মাত্র ১৮টি প্রতিষ্ঠানে শহীদ মিনার রয়েছে। তবে কোনো মাদ্রাসায় শহীদ মিনার নেই। বিশেষ করে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে শহীদ মিনার না থাকায় নতুন প্রজন্মের শিক্ষার্থীরা ভাষা আন্দোলনের ৬৫ বছরের ইতিহাস হতে বঞ্চিত হচ্ছে। তারা ভাষা আন্দোলনের শহীদদের সর্ম্পকে জানতে পারছেনা কিছু। জানতে পারছেনা ২১ ফেব্রুয়ারী কেন আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে সারা বিশ্বে পালন করা হয়ে থাকে। শিক্ষার্থী মমিনুর রহমান বলেন ২০০০ সালে ২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে প্রতিষ্ঠা লাভ করলেও সৈয়দপুরের শিক্ষা প্রতিষ্ঠাগুলোতে এনিয়ে শিক্ষার্থীরা থাকছে অন্ধকারে। তার মতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার স্থাপিত করা হলে শিক্ষার্থীরা ভাষা আন্দোলন সর্ম্পকে অরেক কিছু জানতে পারতো। উপজেলা শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার রয়েছে। এর মধ্যে ৭৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে নয়টিতে, ২৮টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে তিনটিতে ও ২৭টি কলেজের মধ্যে ছয়টি কলেজে শহীদ মিনার রয়েছে। তবে সৈয়দপুরের ১৬টি মাদ্রাসা ও ৮৭টি বেসরকারি কিন্ডারগার্টেন স্কুলে কোনো শহীদ মিনার নেই। আজ সোমবার সকালে কথা বলা হলে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আহসান হাবিব বলেন, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার থাকা প্রয়োজন। এ কাজে ম্যানেজিং কমিটি অগ্রণী ভূমিকা রাখতে পারে।এদিকে সৈয়দপুর শহর এলাকা অবাঙালিদের আধিক্যের কারণে শহর এলাকায় বাংলার পাশাপাশি এখনো উর্দুতে মাইকিং করা হচ্ছে। তাই এখানে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণের জোর দাবি উঠেছে। এখানে কেন্দ্রীয় শহীদ মিনার না থাকায় শহরের বাইরে সৈয়দপুর কলেজের শহীদ মিনারে মানুষজন ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
×