ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বার্সায় ফিরবেন না গার্ডিওলা

প্রকাশিত: ০৫:৪৮, ১৯ ফেব্রুয়ারি ২০১৭

বার্সায় ফিরবেন না গার্ডিওলা

স্পোর্টস রিপোর্টার ॥ ভবিষ্যতে বার্সিলোনায় আর কখনই কোচ হিসেবে ফেরার কোন ইচ্ছে নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন পেপ গার্ডিওলা। শনিবার নিজের মুখেই তা জানিয়ে দিয়েছেন ম্যানচেস্টার সিটির স্প্যানিশ কোচ। বার্সিলোনার বর্তমান কোচ লুইস এনরিকের ভবিষ্যত নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। তারপরই শুরু হয় গুঞ্জন। তবে তা নাকচ করে দিলেন সাবেক বার্সিলোনার সফল এই কোচ। চলতি মৌসুমের শেষেই স্পেনের জায়ান্ট ক্লাব বার্সিলোনার সঙ্গে লুইস এনরিকের চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলোর প্রথম লেগে প্যারিস সেইন্ট জার্মেইর কাছে বড় ব্যবধানে পরাজয়ের পর এনরিকের ভবিষ্যত আরও বেশি স্পষ্ট হয়ে গেছে। এই ফলাফলে চ্যাম্পিয়ন্স লীগ থেকে বার্সিলোনার ছিটকে পড়া অনেকটাই নিশ্চিত বলা যায়। লা লিগাতেও রিয়াল মাদ্রিদের চেয়ে শনিবার পর্যন্ত পিছিয়ে আছে কাতালানরা। এনরিকে চলে যাবার পর তার স্থানে এ্যাথলেটিক বিলবাওয়ের কোচ আর্নেস্টো ভালভার্দির বার্সায় যোগ দেয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। তার সাথে এই তালিকায় আরও আছেন রিয়াল সোসিয়েদাদের ইউসেবিও সাকরিসতান ও এভারটনের রোনাল্ড কোম্যান। বার্সিলোনার কোচ হিসেবে চার বছরে ১৪টি শিরোপা জয় করেছিলেন পেপ গার্ডিওলা। তার সময়েই ক্লাবটি পেয়েছিল ভিন্নগ্রহের খেতাব। অসামান্য সব কীর্তি গড়ে ২০১২ সালে কাতালান ক্লাবটি ছেড়ে সাময়িক বিরতিতে যান তিনি। এরপর যোগ দেন জার্মান জায়ান্ট ক্লাব বেয়ার্ন মিউনিখে। সেখানেও সফল গার্ডিওলা। বুন্দেসলিগা ছেড়ে চলতি মৌসুমেই ইংলিশ প্রিমিয়ার লীগের জায়ান্ট ক্লাব ম্যানচেস্টার সিটিতে নতুন করে ঠিকানা গড়েন তিনি। তবে গুঞ্জন থাকলেও পুনরায় ন্যুক্যাম্পে ফেরার কোন ইচ্ছা তার নেই। এ প্রসঙ্গে ৪৬ বছর বয়সী এই স্প্যানিয়ার্ড বলেন, ‘না, কখনই আমি বার্সিলোনায় কোচ হিসেবে ফিরে যাব না। সেখানে আমার অধ্যায় শেষ।’ তবে তার সাবেক ক্লাবকে এখনও বিশ্বের সেরার মর্যাদা দিচ্ছেন তিনি। বেলারাবির পায়ে ৫০ হাজারতম গোল! স্পোর্টস রিপোর্টার ॥ জার্মান বুন্দেসলিগার ইতিহাসের ৫০ হাজারতম গোল করার রেকর্ড গড়েছেন বেয়ার লেভারকুসেনের ফরোয়ার্ড করিম বেলারাবি। শুক্রবার বুন্দেসুলিগায় অগসবার্গের বিপক্ষে ম্যাচের ২৩ মিনিটে তার গোলেই প্রথম এগিয়ে যায় দল। সেইসঙ্গে টুর্নামেন্টের ইতিহাসের ৫০ হাজারতম গোলের মাইলফলকও স্পর্শ করেন তিনি। ডানদিক থেকে কেই হাভেরজের লো ক্রস থেকে বল পেয়ে অগসবার্গের বিপক্ষে ঐতিহাসিক গোলটি করেন ২৬ বছর বয়সী এই জার্মান ফরোয়ার্ড। শুধু তাই নয়, বুন্দেসলিগায় এবারের মৌসুমে এটাই তার প্রথম গোল। তবে অগসবার্গের বিপক্ষে লেভারকুসেনের জার্সিতে জোড়া গোল করেন জাভিয়ের হার্নান্দেজ। যে কারণেই ৩-১ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে সফরকারীরা। অগসবার্গের বিপক্ষে জয়ের পর লীগ টেবিলের অষ্টম স্থানে অবস্থান করছে লেভারকুসেন। মৌসুমের প্রথম ২১ ম্যাচ থেকে ৯ জয় আর সমান ৯ ম্যাচে হারা বেয়ার্নের দখলে ৩০ পয়েন্ট। সমানসংখ্যক ম্যাচ খেলে ২৪ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের ১৩তম স্থানে রয়েছে অগসবার্গ। শীর্ষে যথারীতি বেয়ার্ন মিউনিখ। ২০ ম্যাচ থেকে ৪৯ পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছে বুন্দেসলিগার বর্তমান চ্যাম্পিয়নরা।
×