ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ভারতে নাশকতার হোতা নেপালে গ্রেফতার

প্রকাশিত: ০৩:৪১, ৮ ফেব্রুয়ারি ২০১৭

ভারতে নাশকতার হোতা নেপালে গ্রেফতার

ভারতের কানপুরে গত বছরের শেষদিকে ঘটে যাওয়া ভয়াবহ ট্রেন দুর্ঘটনার জন্য দায়ী সন্দেহে নেপালে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। শামসুল হুদা নামে ওই ব্যক্তিকে পাকিস্তানী গোয়েন্দা সংস্থা আইএসআইর সদস্য বলে সন্দেহ করা হচ্ছে। খবর এনডিটিভির। দুবাই কর্তৃপক্ষ শামসুল হুদাকে শনিবার নেপালে ফেরত পাঠিয়েছিল বলে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে। নেপালে ফেরার পর তাকে গ্রেফতার করে নেপালী পুলিশ। গত নবেম্বরে এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ইন্দোর-পাটনা এক্সপ্রেসের ১৪টি বগি লাইনচ্যুত হয়ে দেড়শ’রও বেশি যাত্রী নিহত হন। রেললাইনে পেতে রাখা বোমা বিস্ফোরণের কারণে ওই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা ভারতীয় পুলিশের। এই নাশকতার নির্দেশদাতা হিসেবে হুদাকে সন্দেহ করা হচ্ছে। তার নির্দেশেই রেল লাইনে বোমা পাতা এবং গ্যাস কাটার ব্যবহার করে রেললাইন ক্ষতিগ্রস্ত করা হয় বলে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এনআইএ) অভিযোগ। বিহারের মতিহারিতে দুই যুবককে হত্যার ঘটনায় জানুয়ারিতে ভারত-নেপাল সীমান্ত থেকে উমাশঙ্কর প্যাটেল, মতিলাল পাসওয়ান ও মুকেশ যাদব নামের তিনজনকে আটকের পর কানপুর দুর্ঘটনায় আইএসআইর হাত থাকার বিষয়টি বেরিয়ে আসে। পুলিশের ভাষ্য, ওই তিনজন দুবাইভিত্তিক আইএসআইর একজন নেপালী এজেন্টের নির্দেশনায় কাজ করছিলেন। গ্রেফতারকৃতরা পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইর হয়ে কাজ করা এবং রেলওয়েকে হামলার টার্গেট করার কথা স্বীকারও করেছে বলে পুলিশ জানিয়েছিল। কানপুর ট্রেন দুর্ঘটনার পেছনে দুই পরিকল্পনাকারী হিসেবে দিল্লীর বাসিন্দা শামসুল হুদা এবং নেপালের নাগরিক ব্রজকিশোর গিরিকে শনাক্ত করে পুলিশ। এদের মধ্যে শামসুল হুদার নির্দেশনাতেই গিরি ও অন্যরা কাজ করেছে বলে তদন্তে উঠে আসে।
×