ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নির্বাচন ও আপীল বোর্ড গঠন

মে মাসের প্রথম সপ্তাহে এফবিসিসিআই নির্বাচন

প্রকাশিত: ০৫:১৮, ৩১ জানুয়ারি ২০১৭

মে মাসের প্রথম সপ্তাহে এফবিসিসিআই নির্বাচন

অর্থনৈতিক রিপোর্টার ॥ দিনক্ষণ নির্ধারণ না হলেও আগামী মে মাসের প্রথম সপ্তাহে ব্যবসায়ী ও শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের ২০১৭-১৯ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এলক্ষ্যে ২৯ জানুয়ারির পরিচালনা পর্ষদের সভায় নির্বাচন ও আপীল বোর্ড গঠন করা হয়েছে। নির্বাচন বোর্ড নির্ধারিত সময় অনুযায়ী আগামী মে মাসের প্রথম সপ্তায়ই নির্বাচন করার প্রস্তুতি নিতে শুরু করেছে। তিন সদস্যের নির্বাচনী বোর্ডের প্রধান করা হয়েছে সাংসদ আলী আশরাফকে। নির্বাচনী বোর্ডের অন্য দুজন সদস্য হলেন-এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক শামসুল আলম ও ঢাকা চেম্বারের সাবেক পরিচালক এ কে এম মঞ্জুরুল হক। নির্বাচনী আপীল বোর্ডের প্রধান করা হয়েছে বিটিএমএ’র সাবেক সভাপতি জাহাঙ্গীর আলামীনকে। অন্য দুই সদস্য হলেন ঢাকা চেম্বারের সাবেক পরিচালক খায়রুল আলম ও চট্টগ্রাম চেম্বারের পরিচালক মীর্জা মনসুর। এদিকে, এবারের এফবিসিসিআইয়ের নির্বাচনে সভাপতি পদে সংগঠনের সাবেক প্রথম সহসভাপতি মোঃ জসিম উদ্দিন ও বর্তমান প্রথম সহসভাপতি মোঃ সফিউল ইসলাম মহিউদ্দিন প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। দুজন প্রার্থীর সমর্থকরাই এখন নির্বাচনী মাঠে রয়েছেন এবং ঘরোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন। এই দুজনেরই আওয়ামী লীগপন্থী ব্যবসায়ী নেতা হিসেবে পরিচিতি রয়েছে। তাই প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা ও গ্রিন সিগন্যালের জন্য সর্বাত্মক চেষ্টা করছেন হেভিওয়েট এই দুই প্রার্থী। এদিকে, এফবিসিসিআই দেশের ৮১টি চেম্বার ও ৩৮২টি পণ্যভিত্তিক এ্যাসোসিয়েশনের যৌথ সংগঠন। সংগঠনের মোট ৫২টি পরিচালক পদের মধ্যে ৩২টি পদে সাধারণ সদস্যরা ভোট দিয়ে নেতা নির্বাচন করতে পারেন। বাকি ২০টি পরিচালক পদ হয় মনোনীত। পরিচালকরা ভোট দিয়ে সভাপতি ও দুজন সহসভাপতি নির্বাচিত করেন। তবে এই পদ্ধতির বিরুদ্ধে বরাবরই ব্যবসায়ীদের আপত্তি ছিল। দাবি ছিল নির্বাচন পদ্ধতি সংস্কার করে সকল পদে সরাসরি নির্বাচন। এ লক্ষ্যে সংগঠনের সাবেক সভাপতি ও আওয়ামী লীগ সভানেত্রীর বেসরকারী খাতবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে প্রধান করে গত এপ্রিল মাসে একটি সংস্কার কমিটি গঠন করা হয়। সেই কমিটি তাদের সুপারিশ চূড়ান্ত করেছে, যা ইতোমধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে নির্বাচন ও আপীল বোর্ড গঠন হয়ে যাওয়ায় আপাতত আর সংস্কার হচ্ছে না বলেও দাবি করেছেন অনেক ব্যবসায়ী নেতা। তবে বোর্ড সভায় সংস্কারের বিষয়টি উঠেছিল। একজন পরিচালক নাম প্রকাশ না করার শর্তে জানান, নির্বাচনী বোর্ড গঠন করা হলেও বাণিজ্য মন্ত্রণালয় চাইলে বর্তমান কমিটির মেয়াদ কয়েক মাস বাড়িয়ে সংস্কার কার্যক্রম চালাতে পারে। এলক্ষ্যে বর্তমান পরিচালনা পর্ষদের কয়েকজন সদস্য চলতি কমিটির মেয়াদ বাড়ানোরও চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে সব কিছু নির্ভর করছে সরকারের উপর। মুদ্রানীতি নিয়ে সংবাদ সম্মেলন ॥ সম্প্রতি ঘোষিত অর্ধবার্ষিক মুদ্রানীতি, দেশের বর্তমান বেসরকারী বিনিয়োগ পরিস্থিতি, ভারতে বাংলাদেশের পাটপণ্য রফতানিতে এ্যান্টি-ডাম্পিং শুল্কারোপ এবং বর্তমান বাজেটে আরোপিত কাস্টমস ও ভ্যাট সম্পর্কিত বিষয়ের উপর এফবিসিসিআইতে আজ মঙ্গলবার দুপুর ১টায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ উপরোক্ত বিষয়গুলোতে তার বক্তব্য উপস্থাপন করবেন এবং সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিবেন। এফবিসিসিআই সহ-সভাপতিবৃন্দ ও পরিচালকবৃন্দসহ এফবিসিসিআইয়ের সাধারণ পরিষদ সদস্যবৃন্দ সম্মেলনে উপস্থিত থাকবেন।
×