ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

খুবিতে দ্বিতীয় মেয়াদেও উপাচার্য ফায়েক উজ্জামান

প্রকাশিত: ০৪:৪৭, ৩১ জানুয়ারি ২০১৭

খুবিতে দ্বিতীয় মেয়াদেও উপাচার্য ফায়েক উজ্জামান

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ দ্বিতীয় মেয়াদে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) উপাচার্য হিসেবে সোমবার সকাল ৯টায় যোগদানের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের দায়িত্বভার গ্রহণ করেন প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান। বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ প্রশাসনিক ভবনে তার কার্যালয়ে প্রবেশপথে স্বতঃস্ফূর্তভাবে সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ফুলের পাপড়ি ছিটিয়ে তাকে অভ্যর্থনা জানান। এ সময় খুবির ট্রেজারার খান আতিয়ার রহমান উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামানকে শুভেচ্ছা জানান এবং বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন। বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, বিভিন্ন স্কুলের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ডিসিপ্লিন প্রধান, প্রভোস্ট, বিভিন্ন বিভাগীয় প্রধানসহ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। বাস দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ চৌগাছায় শিক্ষা সফরের বাস দুর্ঘটনায় হতাহত পরিবারের মধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা হতাহত পরিবারের মধ্যে ও হাসপাতালে গিয়ে অভিভাবকদের কাছে ৩ লাখ ৮০ হাজার টাকা তুলে দেন। গত ২৫ জানুয়ারি উপজেলার রামকৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষা সফরের একটি বাস দুর্ঘটনায় বিদ্যালয়ের শিশুশিক্ষার্থী বৃষ্টি খাতুন মিতু, সুমাইয়া খাতুন, শিক্ষক জহুরুল ইসলামসহ ৫ জন নিহত হয়। এছাড়া প্রায় ৪০/৪৫ জন আহত হয়।
×