ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দুর্দান্ত জয়ে শীর্ষস্থান মজবুত রিয়ালের

প্রকাশিত: ১৯:২২, ৩০ জানুয়ারি ২০১৭

দুর্দান্ত জয়ে শীর্ষস্থান মজবুত রিয়ালের

অনলাইন ডেস্ক ॥ কোপা দেল রে’ থেকে বিদায় নিলেও লা লিগায় নিজেদের দাপট অক্ষুণ্ন রেখেছে রিয়াল মাদ্রিদ। রবিবার রাতে ঘরের মাঠে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ৩-০ গোলের দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে জিনেদিন জিদান শিষ্যরা। এই জয়ের ফলে ১৯ ম্যাচে ৪৬ পয়েন্ট যথারীতি সবার শীর্ষে বেনজেমা-রোনালদোরা। ঘরের মাঠ সান্থিয়াগো বার্নাব্যুতে ম্যাচের ৩৮ মিনিটে প্রথম গোলের দেখা পায় রিয়াল। ক্রিশ্চিয়ানো রোনালদোর অ্যাসিস্ট থেকে গোল করে দলকে এগিয়ে দেন মিডফিল্ডার কোভাচিচ। বিরতির পর ৫১তম মিনিটে এবার নিজেই গোল করে ব্যবধান দ্বিগুণ করেন পর্তুগিজ তারকা। এদিকে ম্যাচের ৭৪ মিনিটে দশ জনের দলে পরিণত হয় রিয়াল সোসিয়েদাদ। ম্যাচের পাঁচ মিনিটে ইনইগো মার্টিনেজ একবার হলুদ কার্ড দেখার পর দ্বিতীয়বার আবারও ফাউল করলে রেফারি তাকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন। আর এই সুযোগটি ভালোভাবেই লুফে নেয় রিয়াল। ৮২ মিনিটে লুকাস ভাজকুয়েজের সহায়তায় আলভারো মোরাতা গোল করলে ৩-০তে এগিয়ে যায়। পরে আর কোনো গোলের দেখা না পেলেও বড় জয় নিয়েই মাঠ ছাড়ে জিদানের শিষ্যরা। এ জয়ে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান মজবুত করলো রিয়াল। ১৯ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে তারাই সবার ওপরে। এক ম্যাচ বেশি খেলে সমান ৪২ পয়েন্ট নিয়ে বার্সেলোনা ও সেভিয়া রয়েছে যথাক্রমে পয়েন্ট টেবিলের দ্বিতীয় ও তৃতীয় স্থানে।
×