ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাগেরহাটে শীতকালীন সবজির বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

প্রকাশিত: ০৩:৩৪, ২২ জানুয়ারি ২০১৭

বাগেরহাটে শীতকালীন সবজির বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটে টমেটো, বেগুন, লাউসহ শীতকালীন সবজির বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি ফুটেছে। মৎস্য ঘেরের বেড়িবাঁধের ওপর তিন প্রকার টমেটোর চাষ করে প্রায় ২৬ হাজার মেট্রিক টন টমেটো উৎপাদন করতে সক্ষম হয়েছেন চাষীরা। কৃষি বিভাগ বলছে সময় উপযোগী হওয়ায় লক্ষ্যমাত্রার চেয়েও ৩২ হাজার ৬০০ হেক্টর বেশি জমিতে শীতকালীন ফসল উৎপাদন হয়েছে। পানিতে মাছ চাষ এবং বেড়িবাঁধে টমেটোর চাষ এখন জনপ্রিয় হয়ে উঠেছে এই এলাকায়। যা স্থানীয় চাহিদা মিটিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলার প্রতিদিন বিক্রি হচ্ছে। কৃষিবিভাগ জানায়, বাগেরহাটের চিতলমারী, কচুয়া ও মোল্লাহাট উপজেলায় মৎস্য ঘেরের বেড়িবাঁধের ওপর এবার ১০৮০ হেক্টর জমিতে টমেটো উৎপাদন হয়েছে। যেখানে লক্ষ্যমাত্রা ছিল ৬৫৪ হেক্টর। কৃষি বিভাগের আধুনিক প্রযুক্তিতে কৃষকদের প্রশিক্ষণ ও কৃষিবিভাগের কঠোর নজরদারিতে এই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। এবার টমেটোর বাম্পার ফলন হয়েছে। উপজেলা সদরে হাটের দিন চিতলমারী বাজারে কৃষকরা নৌকা ও ভ্যানযোগে তাদের উৎপাদিত টমেটো নিয়ে আসেন। এদিন মণ প্রতি ৩ থেকে সাড়ে ৩শ’ টাকা দরে টমেটো বিক্রি হয়েছে। তবে বাজার দর একটু কম হলেও তারপরও কৃষকরা খুশি। বাগেরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর উপ-পরিচালক মো. আফতাব উদ্দিন বলেন, বাগেরহাটের মৎস্য ঘেরের বেড়িবাঁধের উপর শীতকালীন ফসল উৎপাদন হয়েছে। যেখানে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। কৃষি বিভাগের আধুনিক প্রযুক্তিতে কৃষকদের প্রশিক্ষণ ও কৃষিবিভাগের তদারকিতে এই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে।
×