ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে লেনদেন কমেছে

প্রকাশিত: ০৩:৫৪, ২০ জানুয়ারি ২০১৭

পুঁজিবাজারে লেনদেন কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার লেনদেনের শুরু থেকে মূল্য সূচকের ব্যাপক উত্থান-পতন ছিল। দিনশেষে সূচকের সামান্য উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে আগের দিনের তুলনায় প্রায় ২৯ শতাংশ লেনদেন কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। বিনিয়োগকারীদের মুনাফা তোলার নীতির কারণেই মূলত বাজারে সূচকের নেতিবাচক প্রবণতা ছিল। কিন্তু দিনশেষে সেই প্রবণতা থেকে কিছুটা হলেও বের হয়ে এসেছে বাজার। বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইতে এক হাজার ৪০৮ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ৫৮০ কোটি ৫৮ লাখ টাকা কম। আগের দিন এ বাজারে এক হাজার ৯৮৯ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯৩টির, কমেছে ২০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির শেয়ার দর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক দশমিক ৫৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫৩৪ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক দশমিক ৭৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ২৭৫ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৯৮৩ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : বেক্সিমকো, ইফাদ অটোস, বারাকা পাওয়ার, আরএকে সিরামিক, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, সিটি ব্যাংক, লঙ্কা বাংলা ফাইনান্স, একমি ল্যাবরেটরিজ, ন্যাশনাল ব্যাংক ও ন্যাশনাল পলিমার। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : ইবনে সিনা, সেন্ট্রাল ফার্মা, ন্যাশনাল পলিমার, ইফাদ অটোস, সিটি ব্যাংক, বিডি অটোকারস, প্রাইম টেক্সটাইল, ইন্টারন্যাশনাল লিজিং, একমি ল্যাবরেটরিজ ও শাশা ডেনিমস। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : সোনারগাঁও টেক্সটাইল, দুলা মিয়া কটন, ইবিএলএনআরবি মিউচুয়াল ফান্ড, রহিমা ফুড, প্রিমিয়ার ইন্স্যুরেন্স, জনতা ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ, বিচ হ্যাচারি ও সাভার রিফ্যাক্টরিজ। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থান-পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসইতে ৮৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ৯৯৩ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৬৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৭৬টির, কমেছে ১৭০টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : সিটি ব্যাংক, বেক্সিমকো, ন্যাশনাল ব্যাংক, আরএকে সিরামিক, কেয়া কসমেটিকস, লাফার্জ সুরমা সিমেন্ট, একমি ল্যাবরেটরিজ, লঙ্কা বাংলা ফাইনান্স, ন্যাশনাল পলিমার ও অলিম্পিক এক্সেসরিজ।
×