ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ভারতীয় ডিজেলের দ্বিতীয় চালান এসেছে

প্রকাশিত: ০৫:৫৬, ১৬ জানুয়ারি ২০১৭

ভারতীয় ডিজেলের দ্বিতীয় চালান এসেছে

ভারত চাঁপাইনবাবগঞ্জের রেলবন্দর রহনপুরকে ব্যবহার শুরু করেছে। ডিজেল এই রেলবন্দরের মাধ্যমে বাংলাদেশে পাঠানো শুরু করেছে। আসামের নোমানীগড় থেকে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) ডিজেল তেলের অর্ডার দিয়েছিল। পরিমাণ ছিল ২ হাজার ২৮০ মেট্রিক টন। ৪২টি লরি ভর্তি র‌্যাকটি ভারতের মালদহ জেলার সীমান্ত স্টেশন সিঙ্গাবাদ রেলস্টেশন থেকে বাংলাদেশের রহনপুর রেলবন্দরে পৌঁছে শুক্রবার রাতে। কাস্টমসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কাজ সম্পন্ন হতে প্রায় ২৪ ঘণ্টা গড়িয়ে যায়। পরে দিনাজপুরের পার্বতীপুরের উদ্দেশে রহনপুর রেলবন্দর ছেড়ে যায়। নিরাপত্তার কারণে শুক্রবার থেকে শনিবার পর্যন্ত বলা হয়নি কারও কাছে। রহনপুর রেলবন্দরের স্টেশন মাস্টার জানান, ২০১৬ সালের ১৮ মার্চ প্রথম দফা আমদানিকৃত ডিজেল এই বন্দর দিয়ে প্রবেশ করেছিল। প্রায় ১০ মাস পর ডিজেল রফতানিতে রহনপুর রেলবন্দর ব্যবহার করল। -স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ
×