ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ইয়াকিন পলিমারের রেজিস্টার্ড অফিস পরিবর্তন

প্রকাশিত: ০৬:১৮, ৪ জানুয়ারি ২০১৭

ইয়াকিন পলিমারের রেজিস্টার্ড অফিস পরিবর্তন

বস্ত্র খাতের কোম্পানি ইয়াকিন পলিমারের কর্পোরেট ও রেজিস্টার্ড অফিস পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটি ১ জানুয়ারি থেকে নতুন অফিসের কার্যক্রম শুরু করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, কোম্পানির নতুন রেজিস্টার্ড অফিস লাবসা, সাতক্ষীরা পুলিশ স্টেশন, খুলনা। এর আগে কোম্পানির অফিস ছিল সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, ম্যানহাটান টাওয়ার। বর্তমানে কোম্পানির কর্পোরেট অফিস ২৩/৬, মিরপুর রোড, ব্লক # বি, রূপায়ন শেলফর্ড, ১৫তম ফ্লোর, শ্যামলী মোহাম্মদপুর, ঢাকা। -অর্থনৈতিক রিপোর্টার রিজেন্ট টেক্সটাইল এ ক্যাটাগরিতে উন্নীত পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রিজেন্ট টেক্সটাইল ‘এন’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। আজ বুধবার থেকে কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করবে পুঁজিবাজারে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, কোম্পানিটি সমাপ্ত হিসাব বছরে ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়ে ক্যাটাগরি পরিবর্তন করেছে। উল্লেখ্য, বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী কোম্পানিটির শেয়ার কিনতে কোন ঋণ সুবিধা দেয়া যাবে না। ক্যাটাগরি পরিবর্তনের প্রথম ৩০ দিন এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। -অর্থনৈতিক রিপোর্টার
×