ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সিএ’র ওয়ানডে অধিনায়কও কোহলি

প্রকাশিত: ০৬:২০, ২৯ ডিসেম্বর ২০১৬

সিএ’র ওয়ানডে অধিনায়কও কোহলি

স্পোর্টস রিপোর্টার ॥ টেস্ট, ওয়ানডে ও টি২০ তিন ভার্সনেই অস্ট্রেলিয়াকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন স্টিভেন স্মিথ। কিন্তু টেস্টের পর এবার ওয়ানডের জন্যও বর্ষসেরা অধিনায়ক হিসেবে বিরাট কোহলিকে বেছে নিল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)! স্মিথকে মূলত দক্ষিণ আফ্রিকার কাছে ‘ব্যাক টু ব্যাক’ ওয়ানডে ও টেস্ট সিরিজ হারের খেসারত দিতে হলো। কোহলি কেবল ভারতের টেস্ট দলেই অধিনায়ক। কিন্তু সম্প্রতি ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি তাঁকে বর্ষসেরা ওয়ানডে অধিনায়ক হিসেবে বেছে নেয়। সেই বিতর্ক শেষ না হতেই কুলীন অস্ট্রেলিয়ান বোর্ড তুখোড় এই উইলোবাজকে দুই ভার্সনের সেনাপতি নির্বাচিত করল। ২০১৬ সালে কোহলি তিন ভার্সনেই অবিশ্বাস্য সময় পার করেছেন। ওয়ানডেতে নিজের শেষ ১০ ইনিংসে আটবারই ৪৫-এর ওপরে স্কোর গড়েছেন। ৫৯ ম্যাচে রান তাড়ায় তার ব্যাটিং গড় ৯০.১০! সিএ’র ওয়ানডে দলে আছেন জাসপ্রিত বুমরাহ। এ বছরই ক্যারিয়ার শুরু করা তরুণ ভারতীয় পেসার মাত্র ৮ ম্যাচে নিয়েছেন ১৭ উইকেট। ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) বর্ষসেরা ওয়ানডে দল ॥ বিরাট কোহলি (ভারত, অধিনায়ক), ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), কুইনটন ডি কক (উইকেটরক্ষক, দক্ষিণ আফ্রিকা), স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া), বাবর আজম (পাকিস্তান), মিচেল মার্শ (অস্ট্রেলিয়া), জস বাটলার (ইংল্যান্ড), জাসপ্রিত বুমরাহ (ভারত) ও ইমরান তাহির (দক্ষিণ আফ্রিকা)।
×