ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হেফাজত নেতা মুফতি ইজহার জামিনে মুক্ত

প্রকাশিত: ০৮:২৫, ২৮ ডিসেম্বর ২০১৬

হেফাজত নেতা মুফতি ইজহার  জামিনে মুক্ত

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ জামিনে মুক্তি পেয়েছেন হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমির ও ইসলামী ঐক্যজোটের একাংশের প্রধান মুফতি ইজহারুল ইসলাম। বাংলাদেশের জঙ্গী সংগঠন হরকত-উল-জিহাদের প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত এই নেতা মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তিলাভ করেন। উচ্চ আদালত থেকে সকল মামলায় জামিন হওয়ায় কারা কর্তৃপক্ষ তাকে মুক্তি দিয়েছে। ২০১৩ সালের ৭ অক্টোবর চট্টগ্রাম নগরীর লালখান বাজার জামেয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার ছাত্রাবাসে বিস্ফোরণের ঘটনায় মুফতি ইজহার গ্রেফতার হয়েছিলেন। তিনি ওই মাদ্রাসার পরিচালক। সে দিনের বিস্ফোরণে তিন শিক্ষার্থী মারা যায়। এছাড়া আহত হয় আরও কয়েকজন।
×