ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

প্রাথমিক ও জেএসসি পরীক্ষার ফল কাল

প্রকাশিত: ০৮:১৪, ২৮ ডিসেম্বর ২০১৬

প্রাথমিক ও জেএসসি পরীক্ষার ফল কাল

স্টাফ রিপোর্টার ॥ আগামীকাল বৃহস্পতিবার একই দিনে প্রকাশ হচ্ছে এবারের পঞ্চম শ্রেণীর প্রাথমিক ও এবতেদায়ি শিক্ষা সমাপনী এবং অষ্টম শ্রেণীর জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলের কপি হস্তান্তর করবেন শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী। এরপর সচিবালয়ে দুপুরে পৃথক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। এদিকে ফল প্রকাশের সংবাদ সম্মেলনের সময় আজ জানাবে শিক্ষা মন্ত্রণালয়। যদিও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার জানিয়েছে প্রধানমন্ত্রীর কাছে ফলের কপি হস্তান্তরের পর দুপুর একটায় সংবাদ সম্মেলন করে তারা প্রাথমিক ও এবতেদায়ির ফল প্রকাশ করবে। শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা জানিয়েছেন প্রাথমিকের এক ঘণ্টা আগে দুপুর ১২টায় তারা সংবাদ সম্মেলনের চিন্তাভাবনা করছেন। আজ আনুষ্ঠানিকভাবে সময় জানিয়ে দেয়া হবে। দুই মন্ত্রীর সংবাদ সম্মেলনের পরপরই ওয়েবসাইটে ফল প্রকাশ করা হবে। পাশাপাশি যে কোন মোবাইল ফোন থেকে এসএমএস করেও সমাপনী পরীক্ষার ফল জানা যাবে। পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষার ফল প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে (িি.িফঢ়ব.মড়া.নফ) এবং জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল শিক্ষা বোর্ডের স্ব স্ব ওয়েবসাইট ছাড়াও (িি.িবফঁপধঃরড়হনড়ধৎফৎবংঁষঃং.মড়া.নফ) ও সংশ্লিষ্ট সকল পরীক্ষা কেন্দ্র বা শিক্ষা প্রতিষ্ঠানসমূহে ই-মেইলের মাধ্যমে সংগ্রহ করা যাবে।
×