ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইসি গঠন ছাড়াও আগামী সংসদ নির্বাচন বিষয়ে কিছু প্রস্তাব দেবে

বিএনপির বঙ্গভবনে যাওয়ার সব প্রস্তুতি সম্পন্ন

প্রকাশিত: ০৫:৫১, ১৫ ডিসেম্বর ২০১৬

বিএনপির বঙ্গভবনে যাওয়ার সব প্রস্তুতি সম্পন্ন

শরীফুল ইসলাম ॥ রাষ্ট্রপতির সঙ্গে নতুন নির্বাচন কমিশন নিয়ে আলোচনা করতে বঙ্গভবনে যাওয়ার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি। ইতোমধ্যেই কি কি পয়েন্টে বিএনপি কথা বলবে তার একটি ড্রাফট চূড়ান্ত করেছে। এ ছাড়া ১০ সদস্যের প্রতিনিধি দলও ঠিক করা হয়েছে। রাষ্ট্রপতির সঙ্গে আলোচনাকালে নতুন নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব ছাড়াও সুষ্ঠুভাবে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন করতে আরও কিছু প্রস্তাব দেবে বিএনপি। ১৮ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত করতে যাচ্ছে বিএনপি। এ জন্য ১২ ডিসেম্বর বঙ্গভবন থেকে চিঠি পায় বিএনপি। এ চিঠিতে বিএনপিকে সর্বাধিক ১০ সদস্যের প্রতিনিধি দল নিয়ে ১৮ ডিসেম্বর বিকেল সাড়ে ৪টায় বঙ্গভবনে যেতে বলা হয়। বঙ্গভবন থেকে চিঠি পাওয়ার পরদিন রাষ্ট্রপতির সঙ্গে আলোচনার জন্য সুনির্দিষ্ট পয়েন্ট ও ১০ সদস্যের প্রতিনিধি দল ঠিক করতে খালেদা জিয়ার সভাপতিত্বে দলের সিনিয়র নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকেই খালেদা জিয়ার নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দল বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির কাছে কি কি প্রস্তাব দেবে তা ঠিক করা হয়। সূত্র মতে, বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে আলোচনায় অংশ নেয়ার জন্য খালেদা জিয়ার নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, লে. জেনারেল (অব) মাহবুবুর রহমন, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, ড. আব্দুল মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও নজরুল ইসলাম খান। অসুস্থ থাকায় স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, এমকে আনোয়ার ও ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে এই প্রতিনিধি দলে রাখা হচ্ছে না বলে জানা গেছে। জানা যায়, নির্বাচন কমিশন গঠন নিয়ে ১৮ নবেম্বর রাজধানীর ওয়েস্টিন হোটেলে সংবাদ সম্মেলন করে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া যে ১৩ দফা প্রস্তাব দিয়েছেন মূলত তার ওপরই আলোচনা করবে বিএনপি। তবে রাষ্ট্রপতি সার্চ কমিটি গঠনের বিষয়ে আলোচনা করতে চাইলে তারা কয়েক সাবেক বিচারপতি ও শিক্ষাবিদের নাম প্রস্তাব করার প্রস্তুতি নিয়ে রেখেছেন। এ ছাড়া পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রাষ্ট্রপতির কাছে আরও কিছু প্রস্তাব দেবে বিএনপি।
×