ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কিশোরগঞ্জে আবৃত্তি কর্মশালা

প্রকাশিত: ০৬:৩১, ৪ ডিসেম্বর ২০১৬

কিশোরগঞ্জে আবৃত্তি কর্মশালা

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ ॥ ‘আবৃত্তির মাধ্যমে সুপ্তি ভাঙাও, চিত্তে জাগাও মুক্ত সুরের ছন্দ’-এ সেøাগানে কিশোরগঞ্জে আট দিনব্যাপী আবৃত্তি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা শিল্পকলা একাডেমিতে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবারের আয়োজনে এ কর্মশালায় প্রশিক্ষক ছিলেন মীর বরকত, ড. জিল্লুর রহমান আরিফ, ইনামুল হক সাগর, নাসির উদ্দিন পিটু, তৌহিদা জেসমিন শম্পা, মোহাম্মদ আজিজুল হক, মোহাম্মদ মাহবুবুর রহমান ও আহমেদ তানভীর। কর্মশালায় পেশাজীবী ছাড়াও স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের ৫৮ প্রশিক্ষণার্থী অংশ নেয়। শুক্রবার বিকেলে কর্মশালার সমাপনী দিনে প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে পরিবেশিত হয় আবৃত্তি বিষয়ক বিশেষ প্রযোজনা। এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মোঃ আক্তার জামীল। কর্মশালা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক কবি আহমেদ তানভীরের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন গুরুদয়াল সরকারী কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, প্রচিত গুরুদয়াল কলেজ শাখার সভাপতি আব্দুল্লাহ আল বাকী, সাবেক সভাপতি প্রবীর কুমার রায় প্রমুখ। শেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংস্কৃতিকর্মী মৌসুমী আক্তার।
×