ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

খোলা মাঠে সন্তান প্রসবের ঘটনায় চিকিৎসক ও নার্সকে তলব ॥ তদন্ত কমিটি

প্রকাশিত: ০৫:৪৫, ২ ডিসেম্বর ২০১৬

খোলা মাঠে সন্তান প্রসবের ঘটনায় চিকিৎসক ও নার্সকে তলব ॥ তদন্ত কমিটি

স্টাফ রিপোর্টার ॥ বগুড়ার শেরপুর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাড়িয়ে দেয়ার পর খোলা মাঠে এক নারীর সন্তান প্রসব করার ঘটনায় ওই স্বাস্থ্য কমপ্লেক্সের (আরএমও) চিকিৎসক মোখলেসুর রহমান ও নার্স সুষমা রানীকে তলব করেছে হাইকোর্ট। আগামী ১৪ ডিসেম্বর তাদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে ওই ঘটনার তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করতেও জেলার সিভিল সার্জনকে নির্দেশ দেয়া হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদের বিরুদ্ধে দায়েরকৃত নাইকো দুর্নীতি মামলার কার্যক্রম আট সপ্তাহের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর পদে থাকা নিয়ে রুলের রায় আগামী ৬ ডিসেম্বর দেবেন হাইকোর্ট। অন্যদিকে নিম্ন আদালতের বিচারকদের চাকরির শশৃখলা সংক্রান্ত বিধিমালার গেজেট প্রকাশে রাষ্ট্রপক্ষকে আরও এক সপ্তাহ সময় দিয়েছে সুপ্রীমকোর্টের আপীল বিভাগ। বৃহস্পতিবার আপীল বিভাগ ও হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এ আদেশ প্রদান করেছে । খোলা মাঠে এক নারীর সন্তান প্রসব করার ঘটনায় ওই স্বাস্থ্য কমপ্লেক্সের (আরএমও) চিকিৎসক মোখলেসুর রহমান ও সংশ্লিষ্ট নার্সকে তলব করেছে হাইকোর্ট। পত্রিকায় প্রকাশিত এ সংক্রান্ত একটি প্রতিবেদন আদালতের নজরে আনা হলে বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর নেতৃত্বাধীন দুই সদস্যবিশিষ্ট বেঞ্চ এ আদেশ প্রদান করেছে। আদেশের পর ডেপুটি এ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস জানিয়েছেন, এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হবে না, জানতে চেয়ে রুলও জারি হয়েছে ।স্বাস্থ্য সচিব, বগুড়া জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন, শেরপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা, ওসি ও স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তাকে রুলের জবাব দিতে বলা হয়েছে। ১ ডিসেম্বর একটি জাতীয় দৈনিকে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, প্রসব বেদনায় ছটফট করা অন্তঃসত্ত্বা নারীকে মধ্যরাতে নেয়া হয়েছিল বগুড়ার শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে তাকে ভর্তিও করা হয়। কিন্তু প্রসব কক্ষে না নিয়ে পাশের ক্লিনিকে নেয়ার পরামর্শ দিয়ে তাকে তাড়িয়ে দেয়া হয়। সেখানে নেয়ার পথে হাসপাতালের মাঠে গাছতলায় প্রচ- ঠা-ার মধ্যে মাটিতেই সন্তান প্রসব করেন ওই নারী। যতক্ষণে চিকিৎসক আসেন ততক্ষণে নবজাতক চলে গেছে না ফেরার দেশে। মঙ্গলবার রাতের এ ঘটনায় সিভিল সার্জনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন সেই নবজাতকের বাবা শেরপুরের গাড়িদহ ইউনিয়নের স্কুলপাড়া গ্রামের ইলিয়াছ উদ্দিন। এদিকে বগুড়া থেকে স্টাফ রিপোর্টার জানিয়েছেন, বগুড়ার শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রসব বেদনা নিয়ে আসা এক অন্তঃসত্ত্বাকে চিকিৎসা না দিয়ে বের করে দেয়া এবং কমপ্লেক্সে জরুরী বিভাগের সামনে খোলা আকাশের নিচে কন্যাসন্তান প্রসব হওয়ার পর নবজাতক মারা যাওয়ার ঘটনা তদন্তে বৃহস্পতিবার বিকেলে তিন সদস্যের এক তদন্ত কমিটি গঠিত হয়েছে। কমিটির সদস্যরা হলেন ডেপুটি সিভিল সার্জন এ টিএম নুরুজ্জামান, দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল ওয়াদুদ ও সারিয়াকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি কনসালট্যান্ট হাসিনা আক্তার। তাদের এক সপ্তাহের মধ্যে তদন্ত রিপোর্ট দিতে বলা হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা সিভিল সার্জন ঘটনাস্থল পরিদর্শন করেন। মামলার কার্যক্রম স্থগিত ॥ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদের বিরুদ্ধে দায়েরকৃত নাইকো দুর্নীতি মামলার কার্যক্রম আট সপ্তাহের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। মার্কিন যুক্তরাষ্ট্রে নাইকো নিয়ে যে পিটিশন মামলা চলছে তা শেষ না হওয়া পযন্ত শুধু মওদুদ আহমদের ক্ষেত্রে বিচারিক আদালতে এই মামলার কার্যক্রম স্থগিত থাকবে বলে আদেশ দিয়েছে আদালত। মওদুদ আহমদের করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি শেখ আবদুল আউয়াল ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত বেঞ্চ শুনানি শেষে এই আদেশ দেয়। আরও এক সপ্তাহ সময় ॥ নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালার গেজেট প্রকাশে রাষ্ট্রপক্ষকে আরও এক সপ্তাহ সময় দিয়েছে সুপ্রীমকোর্টের আপীল বিভাগ। রাষ্ট্রপক্ষের আরও দুই সপ্তাহ সময়ের আবেদনের পর বৃহস্পতিবার এ আদেশ দেয় প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন ৮ সদস্যবিশিষ্ট আপীল বেঞ্চ । নিজাম হাজারী ॥ ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর পদে থাকা নিয়ে রুলের রায় আগামী ৬ ডিসেম্বর দেবে হাইকোর্ট। বৃহস্পতিবার নিজাম উদ্দিন হাজারীর পদে থাকার বৈধতা নিয়ে জারি করা রুল শুনানি শেষে রায়ের এ দিন ধার্য করে বিচারপতি মোঃ এমদাদুল হক ও বিচারপতি এফ আর এম নাজমুল আহসানের হাইকোর্ট বেঞ্চ।
×