ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নর্দান ভার্সিটিতে ওয়ার্কসপ

প্রকাশিত: ০৬:৩৪, ১৮ নভেম্বর ২০১৬

নর্দান ভার্সিটিতে ওয়ার্কসপ

নর্দান ইউনিভার্সিটির ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) বিশ্ববিদ্যালয়ের গবেষণার মান উন্নয়নের জন্য বিশ্বব্যাংক এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সহায়তায় দিনব্যাপী ‘উচ্চশিক্ষায় বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ভূমিকা, দায়িত্ব ও নৈতিক মূলনীতি’ সম্পর্কিত ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. এডব্লিউএম আব্দুল হক। বিশেষ অতিথি ছিলেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের উপ-উপাচার্য প্রফেসর ড. আনোয়ারুল করীম, ট্রেজারার আনোয়ার হোসাইন, রেজিস্ট্রার লে. কর্নেল একতেদার আহমদ সিদ্দিকী (অব), কোয়ালিটি এ্যাসিউরেন্স বিশেষজ্ঞ ও এনইউবি ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসিউরেন্স সেলের পরিচালক প্রফেসর ড. এম শামসুল হক। -বিজ্ঞপ্তি ইস্টার্ন ভার্সিটিতে ২১-২৩ নবেম্বর বইমেলা ছাত্রছাত্রীদের বই কেনা ও পড়ায় আগ্রহী করে তুলতে ইস্টার্ন ইউনিভার্সিটি ধানম-িতে অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী এক বইমেলা। ইস্টার্ন ইউনিভার্সিটি রাইটার্স ফোরাম, ইস্টার্ন ইউনিভার্সিটি ল্যাঙ্গুয়েজ ক্লাব এবং দেশের শীর্ষস্থানীয় সৃজনশীল প্রকাশনা সংস্থার সম্মিলিত উদ্যোগ ‘কৈশোর-তারুণ্যে বই’ এর সমবেত আয়োজনে আয়োজিত এ বইমেলা চলবে ২১-২৩ নবেম্বর সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। মেলাটি সবার জন্য উন্মুক্ত। -বিজ্ঞপ্তি বাকৃবিতে কর্মশালা বাকৃবি সংবাদদাতা ॥ বিশ্ববিদ্যালয়ের গবেষণা দক্ষতা বৃদ্ধি এবং সময় উপযোগী গবেষণা কার্যক্রম বৃদ্ধি এবং দ্রুত সময়ে কৃষকদের মধ্যে সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ‘বিশ্ববিদ্যালয় এবং শিল্প প্রতিষ্ঠানের সংযোগ’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রকল্প ব্যবস্থাপক অধ্যাপক ড. লুৎফুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আলী আকবর। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. জহির উদ্দিন। অটিজম বিষয়ে কর্মশালা স্টাফ বিপোর্টার, নীলফামারী ॥ অটিজম বিষয়ে নীলফামারী সদর আধুনিক হাসপাতালে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতায় বৃহস্পতিবার হাসপাতালের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ কর্মশালায় অটিজম বিষয়ে মূল প্রবন্ধ ও মাল্টিমিডিয়ার মাধ্যমে উপস্থাপন করেন কর্মশালার প্রধান অতিথি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব পেডিয়াট্রিক নিউরোডিজঅর্ডার এ্যান্ড অটিজম (ইপনা) প্রকল্প পরিচালক অধ্যাপক ডাঃ শামীমা আখতার। এছাড়া এ বিষয়ে আলোকপাত করেন প্রকল্পের মেডিক্যাল অফিসার ডাঃ বিকাশ চন্দ্র পাল, ডাঃ তানিয়া জহির।
×