ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঈশ্বরদীতে দু’দিনব্যাপী আয়কর মেলা শুরু

প্রকাশিত: ০৬:১৯, ৭ নভেম্বর ২০১৬

ঈশ্বরদীতে দু’দিনব্যাপী আয়কর মেলা শুরু

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ ‘সুখী স্বদেশ গড়তে ভাই আয়করের বিকল্প নাই’ প্রতিপাদ্যে রবিবার সকালে আয়কর সার্কেল-১২ ঈশ্বরদীতে দু’দিনব্যাপী আয়োজিত আয়কর মেলার বর্ণাঢ্য উদ্বোধন করা হয়েছে। আয়কর মেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ঈশ্বরদী উপজেলা প্যানেল (মহিলা ভাইস) চেয়ারম্যান ও পাবনা জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মাহজেবিন শিরিন পিয়া। আয়কর সার্কেল-১২’র রাজশাহী অঞ্চলের সহকারী কর কমিশনার মোঃ মকবুল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ঈশ্বরদী সোনালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক কাজী মেহেদী হাসান, বিশিষ্ট ধান-চাল ব্যবসায়ী আলহাজ খায়রুল ইসলাম ও সহকারী অধ্যাপক স্বপন কুমার কু-ু। উপ-কর কমিশনারের কার্যালয় ঈশ্বরদী অফিস চত্বরে এ অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন রাজশাহী বেতারের সদস্য আমিরুল ইসলাম সানি । বক্তারা বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ার কারিগর হতে হলে আয়কর প্রদানের বিকল্প নাই। আয়কর দিয়ে সরকারকে দেশের মানুষের সহযোগিতা করা দরকার। আয়কর প্রদানের মাধ্যমে রাজস্ব বৃদ্ধি করে দেশের উন্নয়নে কাজ করা সম্ভব। আগে মানুষ আয়কর দিতে ভয় পেত কিন্তু বর্তমানে মানুষ আয়কর দিতে এগিয়ে এসেছে। একজন নাগরিক আয়কর দিয়ে নিজেকে গৌরবান্বিত করতে পারেন। বড় বড় করদাতারা কর প্রদান করে সরকারের কাছ থেকে নানা সুযোগ-সুবিধা নিয়ে থাকেন। সাধারণ ব্যবসায়ীরা কর অফিসকে বাড়তি ঝামেলা মনে করেন। আয়কর অফিসের প্রতি মানুষের যে ভ্রান্ত ধারণা সেটা পরিবর্তনের জন্য আয়কর অফিসকে আরও উদ্যোগী হতে হবে উল্লেখ করে বলেন, ১৬ কোটি মানুষের দেশে মাত্র ১১ লাখের কিছু বেশি মানুষ আয়কর দেন । সুখী সমৃদ্ধি দেশ গড়তে হলে কর প্রদানের বিকল্প নেই। এ সময় আয়করদাতা ব্যবসায়ী নেতৃবৃন্দ, ব্যাংকার, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
×