ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিশেষ গেরিলা বাহিনী

হাইকোর্টের রায়ের ওপর স্থগিতাদেশ আরও দু’সপ্তাহ বাড়ল

প্রকাশিত: ০৮:৪০, ৩১ অক্টোবর ২০১৬

 হাইকোর্টের রায়ের ওপর স্থগিতাদেশ আরও দু’সপ্তাহ বাড়ল

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী ন্যাপ, কমিউনিস্ট পার্টি ও ছাত্র ইউনিয়ন সদস্যদের নিয়ে গঠিত বিশেষ গেরিলা বাহিনীর দুই হাজার ৩৬৭ জনকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেয়া সংক্রান্ত হাইকোর্টের দেয়া রায়ের ওপর স্থগিতাদেশের মেয়াদ আরও দুই সপ্তাহ বাড়িয়েছে আপীল বিভাগ। অন্যদিকে ২২ বছর আগের নিষ্পত্তি না হওয়া একটি হত্যা মামলার নথি তলব করেছে হাইকোর্ট। সেই সঙ্গে ওই মামলায় ১৬ বছর ধরে কারাগারে থাকা আসামি শিপনকে হাইকোর্টে হাজির করতে নির্দেশ দেয়া হয়েছে। রবিবার আপীল বিভাগ ও হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো এ আদেশ প্রদান করেছে। গেরিলা বাহিনীর ২৩৬৭ জনকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেয়া সংক্রান্ত হাইকোর্টের দেয়া রায়ের ওপর স্থগিতাদেশের মেয়াদ আরও দুই সপ্তাহ বাড়িয়েছে আপীল বিভাগ। রবিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বে পাঁচ সদস্যের আপীল বিভাগের বেঞ্চ এ আদেশ দেয়। আদালতের শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত এ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। মুক্তিযোদ্ধাদের পক্ষে শুনানি করেন এ্যাডভোকেট সুব্রত চৌধুরী। সঙ্গে ছিলেন ব্যারিস্টার উর্মি রহমান।
×