ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

আজ রাতে মুখোমুখি মরিনহো-গার্ডিওলা

প্রকাশিত: ০৬:৩১, ২৬ অক্টোবর ২০১৬

আজ রাতে মুখোমুখি মরিনহো-গার্ডিওলা

স্পোর্টস রিপোর্টার ॥ নিয়তি থাকলে রুখবে কে! কিছুদিন আগে ইংলিশ প্রিমিয়ার লীগে একে অপরের মুখোমুখি হয়েছিলেন দুই তারকা কোচ জোশে মরিনহো ও পেপ গার্ডিওলা। ম্যানচেস্টার ইউনাইটেড-ম্যানচেস্টার সিটির সেই লড়াইয়ে জিতেছিল গার্ডিওলার ম্যানসিটি। সময়ের পরিক্রমায় আবারও দেখা হচ্ছে দুই ডাগসাইটে কোচের। ইংলিশ লীগ কাপের শেষ ষোলোর ম্যাচে আজ রাতে মুখোমুখি হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি। ওল্ডট্র্যাফোর্ডে অনুষ্ঠিত হবে ম্যাচটি। এর আগে তৃতীয় পর্বের নিজ নিজ ম্যাচ ম্যানসিটি ও ম্যানইউ জেতায় দেখা হয়ে যাচ্ছে গার্র্ডিওলা ও মরিনহোর। তৃতীয় পর্বের ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড ৩-১ গোলে নর্দাম্পটন টাউনকে ও ম্যানচেস্টার সিটি ২-১ গোলে পরাজিত করে সোয়ানসি সিটিকে। তৃতীয় পর্বের এই জয়ে চতুর্থ পর্ব অর্থাৎ শেষ ষোলোতে পৌঁছে যায় দল দু’টি। আর কোয়ার্টার ফাইনালের টিকেট পেতে প্রি-কোয়ার্টারেই একে অপরের মুখোমুখি হচ্ছে ম্যানইউ-ম্যানসিটি। তার মানে লীগ কাপেই আরেকটি ম্যানচেস্টার ডার্বি। ম্যাচটিতে মুখোমুখি হওয়ার আগে দু’দলই চাপে আছে। ইপিএলে ম্যানইউ তো চেলসির কাছে ৪-০ গোলে হেরে বিধ্বস্ত হয়েছে। জয় পায়নি ম্যানসিটিও। সাউদাম্পটনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারা। তবু মানসিকভবে এগিয়ে থেকেই মাঠে নামছে সিটি। কেননা দু’দুলের আগের সাক্ষাতে সাফল্য গার্ডিওলার দলের। আর ম্যানইউ আছে পতনের দিকে।
×