ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আওয়ামী লীগের সম্মেলন সরাসরি সম্প্রচার ফেসবুকে

প্রকাশিত: ০৬:০৭, ২১ অক্টোবর ২০১৬

আওয়ামী লীগের সম্মেলন সরাসরি সম্প্রচার ফেসবুকে

স্টাফ রিপোর্টার ॥ আওয়ামী লীগ তার ২০তম জাতীয় সম্মেলন সরাসরি সম্প্রচার করবে নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ আওয়ামী লীগের গবেষণা বিভাগ সেন্টার ফর রিসার্চ এ্যান্ড ইনফরমেশন (সিআরআই)। তারা আরও জানিয়েছে, ২২ অক্টোবর সম্মেলন শুরুর দিন সকাল ১০টা থেকে সরাসরি অনুষ্ঠানটি ফেসবুকে সম্প্রচার করা হবে। আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে জাতীয় সম্মেলন উপলক্ষে একটি ইভেন্ট খোলা হয়েছে। সেখানে ‘বাংলাদেশ আওয়ামী লীগ’ এর ২০তম জাতীয় সম্মেলনে সবাইকে স্বাগতম জানানো হয়েছে। এখানে আরও বলা হয়, এবার প্রথমবারের মতো লাখ লাখ সমর্থক-নেতা-কর্মী অনলাইনে যুক্ত হবেন। আর নেতা-কর্মীদের অনলাইনে যুক্ত করা ও ফেসবুকে সরাসরি সম্প্রচারের দায়িত্ব পালন করবে সিআরআই। এ ছাড়াও জাতীয় সম্মলনে সেন্টার ফর রিসার্চ এ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এর দুটি স্টল থাকবে। তার একটি পাওয়া যাবে আওয়ামী লীগ সরকারের গত প্রায় আট বছরের সব উন্নয়ন ও সফলতার ওপর গবেষণালদ্ধ সব প্রকাশনা। এসব প্রকাশনার পাশাপাশি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর বেশ কিছু প্রকাশনা থাকবে এবং জাতীয় গুরুত্বপূর্ণ কিছু রাজনৈতিক প্রকাশনাও থাকবে। সেন্টার ফর রিসার্চ এ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) নির্বাহী পরিচালক সাব্বির বিন সামস ২২ অক্টোবর সম্মেলন শুরুর দিন সকাল ১০টা থেকেই সরাসরি অনুষ্ঠানটি ফেসবুকে সম্প্রচার করা হবে। এবার প্রথমবারের মতো লাখ লাখ সমর্থক-নেতা-কর্মী অনলাইনে যুক্ত হবেন।
×