ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রে রিপাবলিকান অফিসে আগুনবোমা, ট্রাম্প দায়ী করলেন হিলারি সমর্থকদের

প্রকাশিত: ০৮:২০, ১৮ অক্টোবর ২০১৬

যুক্তরাষ্ট্রে রিপাবলিকান অফিসে আগুনবোমা, ট্রাম্প দায়ী করলেন হিলারি সমর্থকদের

জনকণ্ঠ ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যের এক রিপাবলিকান পার্টি অফিসে শনিবার রাতে আগুনবোমা হামলা হয়েছে। তবে অরেঞ্জ কাউন্টির হিলসবোর্গ শহরের এই হামলায় কেউ হতাহত হয়নি। নবেম্বরে মার্কিন নির্বাচনে উভয় দলের জোর প্রচারের মধ্যেই এই হামলার ঘটনা ঘটল। ওদিকে লস এ্যাঞ্জেলেসে শনিবার সকালে বন্দুক হামলায় তিনজন নিহত ও অন্তত ১২ জন আহত হয়েছে। পূর্ব এ্যাডামস শহরে একটি পার্টি চলাকালে এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় দুই সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। খবর পলিটিকো ও এনবিসিস ফোর অনলাইনের। রিপাবলিকান পার্টির এক নেতা এই হামলাকে রাজনৈতিক সন্ত্রাসবাদ বলে বর্ণনা করেছেন। ডোনাল্ড ট্রাম্প এই ঘটনার জন্য হিলারি সমর্থকদের দায়ী করেছেন। নির্বাচনী অফিসে হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন। ডোনাল্ড ট্রাম্প এই ঘটনাকে কাপুরুষোচিত বলে আখ্যা দিয়েছেন। এক টুইটার বার্তায় হিলারি ক্লিনটন বলেছেন, নির্বাচনী অফিসে এই ধরনের হামলা ভয়াবহ ও অগ্রহণযোগ্য। এই হামলার পর রিপাবলিকান পার্টি অফিসের সামান্য দূরের একটি ভবনে-‘নাৎসি রিপাবলিকান আমাদের শহর অথবা অন্যান্য জায়গা থেকে চলে যাও’ লিখে রাখা হয়।
×