ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টোকিওতে জাপানের বিচারমন্ত্রীর সঙ্গে আনিসুল হকের বৈঠক

প্রকাশিত: ০৮:২০, ১৮ অক্টোবর ২০১৬

টোকিওতে জাপানের বিচারমন্ত্রীর সঙ্গে আনিসুল হকের বৈঠক

স্টাফ রিপোর্টার ॥ জাপান সফররত আইন মন্ত্রী আনিসুল হক ও সে দেশের বিচারমন্ত্রী কাতসুতোসি কেনিদা সোমবার টোকিওতে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে কেনিদা বাংলাদেশের আইন-কানুন যুগোপযোগী করার ক্ষেত্রে জাপান সরকারের সহযোগিতার আশ্বাস দেন। এছাড়া তিনি বাংলাদেশের বিচার ব্যবস্থার আধুনিকায়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। বৈঠকে আইনমন্ত্রী আনিসুল হক জাপানকে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু হিসেবে উল্লেখ করে, বাংলাদেশের উন্নয়নে জাপান সরকারের সহযোগিতার কথা স্মরণ করেন। এ সময় তিনি সমাজ থেকে দুর্নীতি দূরীকরণে এবং সুশাসন নিশ্চিতকরণে বিশেষ করে আইনের শাসন প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জাপানের বিচারমন্ত্রীকে অবহিত করেন। এরপর আইনমন্ত্রী আনিসুল হক জাইকার প্রেসিডেন্ট সিনিচি কাতিযাকোর সঙ্গে জাইকার প্রধান কার্যালয়ে বৈঠকে মিলিত হন। এ সময় জাইকা প্রেসিডেন্ট আইনমন্ত্রীকে আশ্বাস দেন, বাংলাদেশের উন্নয়নে জাইকা যে সহযোগিতা করছে তা অব্যাহত থাকবে।
×