ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ওয়েদার বুঝে পোশাক পরাই ফ্যাশন

প্রকাশিত: ০৪:৩৬, ৭ অক্টোবর ২০১৬

ওয়েদার বুঝে  পোশাক পরাই ফ্যাশন

তারকা ফ্যাশন শপিং করেন কোথা থেকে? সাধারণত দেশের বাইরে থেকেই পোশাক কেনা হয়। এবার ইন্ডিয়া থেকে আসার সময় একদম সময় ছিল না। একটি দোকান থেকে তিন জোড়া স্যু কিনেছিলাম। আরও একজোড়া স্যু পছন্দ হয়েছে কিন্তু মায়ের চেঁচামেচিতে আর কিনতে পারিনি। আর আমার মাথায় একবার যা ঢুকে যায় তা না করা পর্যন্ত আর মাথা থেকে নামে না। পরে ঢাকা থেকে আমার শূটিংয়ের ম্যানেজারকে ফোন দিয়ে বললে সে সেই জুতা কিনে আমাকে পাঠায়। কস্টিউমের ক্ষেত্রে আমি একটু খুঁতখুঁতে। দেশীয় ফ্যাশন হাউসের পোশাকই আমার পছন্দ। পূজায় উপহার দেয়া হয় নাকি বেশি নেয়া হয়? উপহার সব সময়ই পাই। আমার বন্ধুরা বিভিন্ন সময়ে আনকমন গিফট দেয়। আর বাইরে গেলে বাসার জন্য বা কাছের মানুষদের জন্য গিফট নিয়ে আসি। তবে আমি সাধারণত এমন কোন গিফট দেই, যা সে বাসায় ব্যবহার করতে পারে। অর্থাৎ শুধু দেয়ার জন্য দেয়া নয়, উপহারটা যেন তার কাজে লাগে। পূজার সময় বা বিশেষ দিনগুলোয় কি ধরনের পোশাক পরেন? সাধারণত সালোয়ার-কামিজেই কমফোর্ট ফিল করি, শাড়িতে না। আর অকেশনগুলোতে একটু ভারি কাজের ড্রেস পড়ি। একটু লং। সাজগোজ করেন কেমন? হালকা মেকআপেই থাকতে পছন্দ করি। বেশিরভাগ সময়ে শূটিংয়েই থাকতে হয়। তাই শূটিং অনুযায়ী মেকআপ করি। আর অবসরে মেকআপটা ব্যবহার করি না। লিপস্টিক আর কাজল ছাড়া সাজে পূর্ণতা আসে না। তাই এ দুটি প্রসাধন আমার খুব প্রিয়। তবে আমার কাছে অনিবার্য প্রসাধন পারফিউম। আমার নানা ব্র্যান্ডের পারফিউম সংগ্রহ করার শখ রয়েছে। ১০০ ব্র্যান্ডেরও বেশি পারফিউম আছে আমার সংগ্রহে। কোন পারফিউমগুলো ভাল লাগে? আমার শখ পারফিউম কালেক্ট করা। এখন আমার কাছে এক শ’র ওপরে পারফিউম আছে। গুচি, ভার্সেজ, শ্যানাল, ডিওর ব্র্যান্ডের পারফিউম ভাল এখন বেশি ব্যবহার করছি। কোন্ ধরনের অলঙ্কার পরতে ভাল লাগে? বেশি অলঙ্কার পরতে ভাল লাগে না। সিম্পল থাকতেই ভাল লাগে। আর কাজের জন্য অলঙ্কার পরলেও কাজ ছাড়া তেমন কোনকিছু পরি না আমি। বাসায় রান্নাবান্না করেন? আমি একদমই রান্না করতে পারি না। তাই পছন্দের কিছু খেতে হলে মাকে বলি। কোন্ ধরনের খাবার পছন্দ? আমি ডায়েট করি, তাই ডায়েট খাবারই খাওয়া হয়। যখন শূটিংয়ে ডায়েট খাবার পাওয়া যায় না, তখন একটু ঝামেলা হয়। তবে পিৎজা, পেস্টি, ইলিশভাজা, চকোলেট ও আইসক্রিম আমার অনেক পছন্দ। জিমে সময় দেন কিনা? সময় পেলেই জিম করি। শূটিংয়ের সময় জিম করার সুযোগ হয় না। পোশাকের ক্ষেত্রে কোন রঙগুলোতে প্রাধান্য দেয়া হয়? সাদা আমার পছন্দ। তবে পিঙ্ক কালারও ভাল লাগে। আমার ঘরের রঙও কিন্তু পিঙ্ক। আর ঘড়ি? ঘড়িও আমি অনেক পছন্দ করি। রাডো, গুচি, মিসেল কর্স, সুইস, গেইস এসব ব্র্যান্ডের ঘড়ি আমার পছন্দ। আপনার কোন ফ্যাশন আইকন আছে? এ্যাঞ্জেলিনা জোলিকে আমার সব সময়ই ভাল লাগে। তার স্টাইল, ফাইটিং এবং পারসনাল লাইফ সব ভাল লাগে। এমনকি সে একজন অসাধারণ মানুষও। উফ! যদি তার মতো ফাইট করতে পারতাম! এখন কি গাড়ি ব্যবহার করছেন? নিশান ব্যবহার করলেও আমার অন্য গাড়ি পছন্দ। যখন কিনব তখন দেখবেন, এখন বলব না। ফ্যাশন বলতে আপনি কি মনে করেন? ফ্যাশন একটা পারসোনাল স্টেটমেন্ট। ওয়েদার, কালচার, অকেশন বুঝে আমি পোশাক পরি। যা পরে আমি কমফোর্ট ফিল করি তাই পরি, যা পরলে আমাকে ভাল লাগে তাই পরি। এটাই আমার ফ্যাশন। ফ্যাশন নিয়ে ভক্তদের উদ্দেশে কিছু বলুন? যা ভাল লাগে তাই পরবেন। নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করবেন। কাউকে অনুসরণ করে উদ্ভট কিছু করার কোন দরকার নেই। ছবি : আরিফ আহমেদ
×