ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ভিডিও শেয়ারিং চশমা

প্রকাশিত: ০৬:০৬, ৪ অক্টোবর ২০১৬

ভিডিও শেয়ারিং চশমা

অনলাইনে ভিডিও শেয়ার করতে পারবে- এমন এক নতুন ধরনের চশমা বাজারে ছাড়তে যাচ্ছে স্ন্যাপচ্যাট নামের মেসেজিং এ্যাপ কোম্পানি। স্ন্যাপচ্যাট এই অভিনব রোদ-চশমার নাম দিয়েছে ‘স্পেকট্যাকলস’। এতে একটা ছোট ক্যামেরা বসানো রয়েছে যাতে লেন্সের কোণ হচ্ছে ১১৫ ডিগ্রী। ফলে এতে ধারণ করা ভিডিও দেখলে মনে হবে যেন মানুষের চোখ দিয়েই দেখা দৃশ্য দেখছেন আপনি। এই ক্যামেরা দিয়ে ধারণ করা ভিডিও সরাসরি স্ন্যাপচ্যাট এ্যাপে চলে যাবে এবং সেখান থেকেই তা অন্য ব্যবহারকারীদের সঙ্গে শেয়ার করা যাবে। এতে ৩০ সেকেন্ড পর্যন্ত দীর্ঘ ভিডিও একবারে রেকর্ড করা যাবে। এই স্পেকট্যাকলসের দাম হবে সাড়ে ১০ হাজার টাকা। এ বছরের মধ্যেই এটি বাজারে আসবে বলে জানিয়েছে স্ন্যাপচ্যাট। দ্য ভার্জ অবলম্বনে।
×