ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দারফুরে রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে সুদান

প্রকাশিত: ২০:৪৬, ২৯ সেপ্টেম্বর ২০১৬

দারফুরে রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে সুদান

অনলাইন ডেস্ক॥ দারফুরে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ উঠেছে সুদান সরকারের বিরুদ্ধে। এতে অসংখ্য শিশু মারা গেছে বলে দাবি করা হয়েছে। বৃহস্পতিবার বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, জানুয়ারি থেকে রাসায়নিক অস্ত্র ব্যবহারের ফলে দারফুরে দুই শতাধিক শিশু নিহত হয়েছে। রাসায়নিক অস্ত্রের বিষাক্ত ধোঁয়ার কারণে রক্তবমি, শ্বাসকষ্ট ও ত্বকের নানা সমস্যায় আক্রান্ত হয়েছে। গত ১৩ বছর ধরে দারফুরে সুদান সরকার ও বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষ চলছে। গবেষকরা ৫৬ জন প্রত্যক্ষদর্শী পেয়েছেন যারা জানিয়েছেন, দারফুরে অন্তত ৩০ বার রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে সুদান বাহিনী। তারা জানুয়ারি থেকে সুদান লিবারেশন আর্মির বিরুদ্ধে অভিযান শুরু করে। বেঁচে যাওয়ারা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে বলেছে, বোমা পড়ার পর ‌অস্বাভাবাবিক গন্ধ পাওয়া যায়। অনেকে বমি করতে শুরু করে। অনেক সময় রক্তবমিও হয়। চোখের রঙ ও ত্বকের রঙেও পরিবর্তিত হয়েছে।
×