ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

গাজীপুরে শহীদ ময়েজউদ্দিনের শাহাদাতবার্ষিকী পালন

প্রকাশিত: ০৪:১৬, ২৮ সেপ্টেম্বর ২০১৬

গাজীপুরে শহীদ ময়েজউদ্দিনের শাহাদাতবার্ষিকী পালন

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহচর ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলা পরিচালনা কমিটির আহ্বায়ক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক গাজীপুর জেলার কালীগঞ্জের কৃতীসন্তান শহীদ ময়েজউদ্দিন আহমেদের ৩২তম শাহাদাতবার্ষিকী মঙ্গলবার পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকাল থেকে কালীগঞ্জ উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে উপজেলার দলীয় কার্যালয়ে মিলাদ মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে ও যুগ্মসাধারণ সম্পাদক এবিএম তারিকুল ইসলামের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আশরাফী মেহেদী হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গনি ভূঁইয়া, সহসভাপতি পরিমল চন্দ্র ঘোষ, সদস্য মোঃ মাজেদুল ইসলাম সেলিম। পরে শহীদ ময়েজউদ্দিন আহমেদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ ও বিশেষ মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোঃ কামাল উদ্দিন দেওয়ান, পৌর আওয়ামী লীগের সভাপতি আহমেদুল কবির, সাধারণ সম্পাদক শাহ আলম দেওয়ান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ টিপু, পৌর যুবলীগের সভাপতি মোঃ বাদল হোসেনসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সকালে বনানী কবরস্থানে শহীদের কবরে শ্রদ্ধাঞ্জলি, বেলা ১১টায় কালীগঞ্জ উপজেলা পরিষদের সামনে শহীদ ময়েজউদ্দিন স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়। দুপুর ১২টায় উপজেলার কালীগঞ্জ পৌর এলাকার দেওপাড়া গ্রামে শহীদ ময়েজউদ্দিন সেতু সংলগ্ন ফেরিঘাটে দোয়া, মিলাদ ও দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করা হয়। বাদ জোহর মোক্তারপুর ইউনিয়নের নোয়াপাড়া শহীদ ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। এছাড়াও দিবসটি উপলক্ষে স্থানীয় বিভিন্ন ওয়ার্ড, পাড়া-মহল্লায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে শহীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, শহীদ ময়েজউদ্দিন আহমেদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বর্তমান মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপির পিতা। রক্তদান কর্মসূচী স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুর সরকারী কলেজ যুব রেড ক্রিসেন্টের আয়োজনে মঙ্গলবার স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবু বক্কর সিদ্দিক। কলেজ লাইব্রেরী প্রাঙ্গণে কলেজের সহকারী অধ্যাপক শেখ মাহতাবুল হক ও দাইমুল ইসলামের রক্তদানের মধ্য দিয়ে রক্তদান কর্মসূচীর উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সৈয়দ মোহাম্মদ হোসেন, আতাউর রহমান আজাদ বাবলু, মোঃ আলাউদ্দীন, সিরাজুস সালেকীন রানা, সিদ্দিকুর রহমান, ডাঃ আজগর আলী ও শাহ মোঃ রাজিউর রহমান। বিনামূল্যে চিকিৎসাসেবা স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ এক হাজার ৮৫ রোগীর মধ্যে চিকিৎসাপত্র ও ওষুধ দেয়া হয়েছে বিনা খরচে। মঙ্গলবার শহরের গণকপাড়ার মিলন ক্লাব চত্বরে এ ক্যাম্পে চক্ষু, মেডিসিন, গাইনি ও ডায়াবেটিসসহ নানা রোগের চিকিৎসাপত্র এবং ওষুধ বিতরণ করা হয়। পরে রক্তদান কর্মসূচীতে বহু মানুষ রক্ত দান করেন। প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন জেলা প্রশাসক সায়লা ফারজানা। বসুন্ধরা আদ্-দ্বীন মেডিক্যাল কলেজ, কোয়ান্টাম ফাউন্ডেশন ও মিলন ক্লাবের সহযোগিতায় মুন্সীগঞ্জ এপেক্স ক্লাব আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এসপি জায়েদুল আলম পিপিএম, এডিসি হারুন-অর রশীদ, পৌর মেয়র ফয়সাল বিপ্লব।
×