ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বন্ধ করুন গ্যাস, বিদ্যুত ও পানির সংযোগ

প্রকাশিত: ০৭:১৩, ৫ সেপ্টেম্বর ২০১৬

বন্ধ করুন গ্যাস, বিদ্যুত  ও পানির সংযোগ

আর কয়েক দিনের মধ্যেই ঈদের ছুটিতে শহর থেকে নাড়ির টানে গ্রামে ছুটবে মানুষ। আর আপনারা যারা শহর ছাড়ছেন তাদের বলছি, শহরে আপনার অস্থায়ী বাসাবাড়ির গ্যাস, বিদ্যুত আর পানির সংযোগ বন্ধ করেছেন কিনা আর একবার দেখে নিন। শহরে ক্রমাগত মানুষ বাড়ছে। যার দরুন প্রয়োজন হচ্ছে অধিক গ্যাস, বিদ্যুত এবং পানির। যা একেবারে নিত্যপ্রয়োজনীয়। প্রতিবারের মতো ঈদের ছুটি কাটাতে দেশের সব বড় শহর থেকে কর্মজীবী মানুষ যাবে তার গ্রামের বাড়িতে। থাকবে যার যার সুবিধামতো বেশ কয়েকদিন। এসব বড় শহরে আপনার অস্থায়ী ঠিকানার বাসাবাড়িটির গ্যাস, বিদ্যুত ও পানির সংযোগ ঠিকমতো বন্ধ করেছেন কিনা তা আরেকবার দেখে নিন। অপচয় করবেন না। এছাড়া আপনার একটু অসতর্কতায় হতে পারে বড় ধরনের বিপদ। চলতি সময়ে বিদ্যুতের উৎপাদন বাড়লেও কমতে শুরু করছে গ্যাসের মজুদ। গ্যাসের পাশাপাশি একই সময়ে দেখা দিয়েছে পানিও। গ্যাসের অভাবে রাউজান তাপ বিদ্যুত কেন্দ্রের একটি ইউনিট এবং শিকলবাহা পিকিং পাওয়ার প্ল্যান্টে বিদ্যুত উদযাপন বন্ধ ছিল কিছুদিন আগে। ফলে শুধু গ্যাসের অভাবে যে মানুষ হাহাকার করছে তা নয়, একই সঙ্গে বিদ্যুত এবং পানির অভাব আরও বেশি। গত দুই বছরে চট্টগ্রামে গ্যাসের চুলা বেড়েছে ২ লাখ। এ সংখ্যা প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে। এছাড়া শিল্প এবং কলকারখানায় গ্যাসের সংযোগ দেয়া হচ্ছে নিয়মিত। বর্তমানে সবমিলে চট্টগ্রামে গ্যাসের চাহিদা দৈনিক ৫৫০ মিলিয়ন ঘনফুট। কিন্তু স্বাভাবিক অবস্থাতেই ২৭০ মিলিয়ন ঘনফুট সরবরাহ দেয়া হতো। এই পরিমাণ বর্তমানে কমে ১৮১ মিলিয়ন ঘনফুটে দাঁড়িয়েছে। যাপিত ডেস্ক
×