ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রিজার্ভ চুরির টাকা ফেরত পেতে ফিলিপিন্সের আদালতে মামলা

প্রকাশিত: ০৪:০৪, ৩১ আগস্ট ২০১৬

রিজার্ভ চুরির টাকা ফেরত পেতে ফিলিপিন্সের আদালতে মামলা

অর্থনৈতিক রিপোর্টার ॥ অবশেষে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের চুরি যাওয়া অর্থ ফেরত আনতে ফিলিপিন্সের আদালতে মামলা করা হয়েছে। গত ২৬ আগস্ট বাংলাদেশ ব্যাংকের পক্ষে দেশটির আদালতে মামলা করেছে ফিলিপিন্স ডিপার্টমেন্ট অব জাস্টিস। আগামী সেপ্টেম্বর মাসের শুরুতে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগের মহাব্যবস্থাপক দেবপ্রসাদ দেবনাথ বলেন, চুরি হওয়া যে টাকা ওই দেশের আদালত জব্দ করেছেন, সেই টাকা ফেরত আনতে ফিলিপিন্সের স্থানীয় আইন অনুযায়ী বাংলাদেশ ব্যাংক এ্যাফিডেভিটের মাধ্যমে সেখানকার আদালতে আবেদন করেছে। তিনি বলেন, দেশটির ক্যাসিনো ব্যবসায়ী কিম অং যে দেড় কোটি ডলার দেশটির মুদ্রা পাচার প্রতিরোধ কাউন্সিলে জমা দিয়েছেন, সেই টাকা যে আমাদের এটা প্রমাণিত হলেই ওই দেড় কোটি ডলার আমরা পেয়ে যাব। দেবপ্রসাদ দেবনাথ বলেন, ফিলিপিন্সের ডিপার্টমেন্ট অব জাস্টিস সেখানকার আদালতে আমাদের পক্ষে গত ২৬ আগস্ট একটি আবেদন জমা দিয়েছে। আগামী মাসের শুরুতে আদালতে শুনানির হওয়ার কথা রয়েছে। শুনানি শেষ হলে টাকা ফেরত পাওয়া যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি আরও বলেন, পৃথিবীর সবাই জানে চুরি যাওয়া এই টাকা আমাদের। তবু এই টাকা ফেরত পেতে মামলার কোন বিকল্প নেই। এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা বলেন, ফিলিপিন্সের স্থানীয় আইন অনুযায়ী বাংলাদেশ ব্যাংককে এ্যাফিডেভিটের মাধ্যমে আদালতে এ অর্থ ফেরত আনতে আবেদন করা হয়েছে। তিনি বলেন, আশা করা যায়, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ৮ কোটি ১০ লাখ ডলারের মধ্যে দেড় কোটি ডলার আগামী সেপ্টেম্বর মাসেই ফেরত পাবে বাংলাদেশ ব্যাংক। এদিকে রিজার্ভের চুরি যাওয়া অর্থ ফেরত পেতে ফেডারেল রিজার্ভ ব্যাংক ও সুইফটের সহযোগিতা নেয়া হচ্ছে। এর বাইরে সব পক্ষের সহযোগিতা নিশ্চিত করতে সম্প্রতি যুক্তরাষ্ট্র সফর করে এসেছেন বাংলাদেশ ব্যাংকের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল। ঈদে ওয়ালটনের নতুন মডেলের হোম এ্যাপ্লায়েন্স অর্থনৈতিক রিপোর্টার ॥ ঈদ এলেই ব্যস্ততা বাড়ে গৃহিণীদের। কদর বাড়ে গৃহস্থালী পণ্য বা হোম এ্যাপ্লায়েন্সের। ঘরের কাজ সহজ করতে বাজারে রয়েছে ওয়ালটনের গৃহস্থালী পণ্য। ঈদ উপলক্ষে ওয়ালটন বাজারে ছেড়েছে নতুন নতুন মডেলের ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল হোম এ্যাপ্লায়েন্সেস। এসব পণ্য বিক্রিও হচ্ছে আশাতীত। ঈদ উপলক্ষে বাজারে নতুন এসেছে ওয়ালটনের মাল্টি ফাংশনাল এলইডি প্যানেল, ডাউন ক্যাচিং এলইডি লাইট, গ্যাস স্টোভ, ওয়াল ফ্যান এবং গ্যাং সিরিজের সুইচ-সকেট এর মধ্যে মাল্টি পিন সকেট, টিভি সকেট, টেলিফোন সকেট, ডাটা কেবল সকেট ইত্যাদি। মাল্টি ফাংশনাল এলইডি প্যানেল রিমোট কন্ট্রোল চালিত। এগুলো দুই ধরনের আলো দেয়- ডে কুল হোয়াইট এবং ওয়ার্ম হোয়াইট (হালকা লালচে)। সহজেই এর আলো বাড়ানো-কমানো যায়। ডাউন ক্যাচিং এলইডি লাইট ইন্টেরিওর ডেকোরেশনে ব্যবহার উপযোগী।
×