ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বঙ্গবন্ধু জাদুঘরের পরিদর্শন বইতে যা লিখলেন কেরি

প্রকাশিত: ০২:৫৯, ২৯ আগস্ট ২০১৬

বঙ্গবন্ধু জাদুঘরের পরিদর্শন বইতে যা লিখলেন কেরি

অনলাইন ডেস্ক ॥ ‘সহিংস ও কাপুরুষোচিতভাবে বাংলাদেশের জনগণের মাঝ থেকে এমন প্রতিভাবান ও সাহসী নেতৃত্বকে সরিয়ে দেওয়া কী যে মর্মান্তিক ঘটনা। তারপরও বাংলাদেশ এখন বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে, তারই কন্যার নেতৃত্বে। যুক্তরাষ্ট্র তার সেই স্বপ্ন পূরণে বন্ধু ও সমর্থক হতে পেরে গর্ববোধ করে। আমরা এখন এ সম্পর্ককে আরও এগিয়ে নিতে চাই এবং শান্তি ও সমৃদ্ধির লক্ষ্যে আমরা যৌথভাবে কাজ করছি।’ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে এবং তার স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে অনুভূতি জানাতে গিয়ে বইয়ে এমনটিই লিখেছেন সফররত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। সোমবার বেলা ১১টা ৪২ মিনিটে ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর এ কথা লেখেন কেরি। এসময় সেখানে ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও রেদওয়ান সিদ্দিক মুজিব ববি। তার লেখায় ফুটে উঠেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা এবং জনগণের মাঝ থেকে একজন প্রতিভাবান ও সাহসী নেতৃত্বকে যে নৃশংসতায় সরানো হয়েছে তাদের প্রতি ক্ষোভ।
×