ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শুভমিতার সঙ্গে রিজভী ওয়াহিদ

প্রকাশিত: ০৪:১০, ২৭ আগস্ট ২০১৬

শুভমিতার সঙ্গে রিজভী ওয়াহিদ

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশের প্রখ্যাত সুরকার, গীতিকার ও সঙ্গীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুলের সুর-সঙ্গীতে নিজের নতুন একক এ্যালবামের কাজ করছেন রিজভী ওয়াহিদ। এ এ্যালবামে থাকবে দুটি গান। এ এ্যালবামে চার বছর পর শুভমিতার সঙ্গে গাইলেন রিজভী ওয়াহিদ। এ্যালবামের ‘একই বৃত্তে’ এবং ‘মন পবনের ঘুড়ি’ শিরোনামের গান দুটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন ও গাজী তানভীর আহমেদ। এ্যালবাম প্রসঙ্গে রিজভী ওয়াহিদ বলেন, শুভমিতা দিদির সঙ্গে আমার গাওয়া ‘চোখেরই পলকে’ এবং ‘যদি তুমি’ গান দুটি শ্রোতারা গ্রহণ করেছেন। সেই ভাবনা এবং সাফল্যের ধারাবাহিকতা থেকেই শুভমিতার সঙ্গে আবার কাজ করলাম। আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যার অনেক যতœ নিয়ে গানগুলো তৈরি করেছেন। আমার বিশ্বাস সবার ভাল লাগবে। রিজভী ওয়াহিদ আরও জানান, কিছুদিনের মধ্যেই গান দুটির ভিডিওর কাজ শুরু করবেন তিনি। তারপরই বিভিন্ন চ্যানেল এবং অনলাইনে প্রচার করা হবে। শুভমিতা বলেন, রিজভী ওয়াহিদ ভাইয়ের সঙ্গে গাওয়া আগের দুটি গানই শ্রোতারা গ্রহণ করেছেন। এবারের গান দুটি আমার কাছে আরও স্পেশাল। কারণ এবার গানগুলোর সুর করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। আমি তার করা ‘সব কটা জানালা’ গানটির অনেক বড় ফ্যান। তার সুরে গাইতে পারার অভিজ্ঞতা সত্যিই অসাধারণ। গানের কথাগুলোও চমৎকার। প্রসঙ্গত, প্রায় ১ বছর পর চলতি সপ্তাহে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছেন রিজভী ওয়াহিদ। ২০১২ সালে নিজের প্রথম একক ‘প্রথম স্বপ্ন’ এ্যালবামে শুভমিতার সঙ্গে ‘চোখেরই পলকে’ এবং ‘যদি তুমি’ গান দুটিতে কণ্ঠ দেন রিজভী ওয়াহিদ। দুটিই জনপ্রিয় হয়।
×